নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসায় বানিজ্য

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

কথাসাহিত্যিক আনিসুল হকের একটা আলোচনা শুনছিলাম । আনিসুল হক

বলছিলেন ভালোবাসা একদিনের না । আমাদের সংস্ক্বতিতে ভালোবাসা প্রতিদিনের। আমাদের প্রাচ্য সংস্ক্বতিতে এই হচ্ছে ধারা। ইসলাম, বৌদ্ধ , হিন্দু ধর্মসহ সব ধর্মই এই দর্শনের কথা বলে।

ভালোবাসা দিবস মূলতঃ পচ্ছিমা দেশগুলোতে আদৃত হয়, তাদের সংস্কৃতিগত বৈশিষ্টের কারণে। তাদের পারিবারিক বিচ্ছিন্নতা ও দূরত্বের কারণে বাবা দিবস, মা দিবস , ভালোবাসা দিবস ইত্যাদি তৈরী হয় । বলা হয় বাংলাদেশে এই ভালোবাসা দিবস নিয়ে আসেন সাংবাদিক শফিক রেহমান যিনি বহুদিন পাশ্চাত্যে ছিলেন এবং তখন তার সাপ্তাহিক পত্রিকা 'যায় যায় দিন' এর মাধ্যমে একে জনপ্রিয় করেন। ক্রমান্বয়ে বানিজ্য সংস্হাগুলো এর সাথে যুক্ত হয় এবং নিজেদের বানিজ্য সপ্রসারনের সূযোগ নেয়। মোবাইল ফোন ও টিবি চ্যানেলের মতো করপোরেট সংস্হাগুলো এর সাথে যুক্ত হয়ে একে বিস্তৃতি দেয়।

নানা সংযুক্তি ভালোবাসা দিবসকে উৎসবমুখর করেছে, রংগীন করেছে । কিন্তু ভালোবাসা কি সময়ের সাথে নিখাদ হচ্ছে, সুন্দর হচ্ছে ?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

পাঠক১৯৭১ বলেছেন: আনিসুল হক আবার কোনদিন কথাসাহিত্যিক হলো, ঐ বাটা তো তালিবান!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১

দোজা বলেছেন: তালিবান !! কেন বলছেন ?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

দোজা বলেছেন: আনিসুল হককে আমরা জানি প্রগতিবাদী, আধুনিক মনস্ক একজন লেখক সাংবাদিক হিসাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.