![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'গুন্ডে' ছবিতে বাংলাদেশের স্বাধীনতাকে দেখানো হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় যুদ্ধের বহি:প্রকাশ হিসাবে যেখানে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে যার চূড়ান্ত পরিনতি ১৬ ডিসেম্বর ১৯৭১ সাল রেসকোর্সের মাঠে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিসতান সেনাবাহনীর পূর্ন অস্ত্রসমর্পনের মধ্যে। এখানে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি আসেনি ।
স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত বাংলাদেশের তরুন প্রজন্ম এই বিকৃতির তাৎক্ষনিক প্রতিবাদ করেছে সোসাল মিডিয়াতে,ফেসবুক, ব্লগ ও ইন্টারনেটে। অনলাইনে মূলধারার পত্রিকাগুলোতেোও এর খবর প্রকাশিত হচ্ছে ।
জানা গেছে -তথ্য বিভ্রাটের জন্য ক্ষমা চেয়েছে যশরাজ ফিলমস।
আর রেন্কিংনয়ে সর্বনিম্ন অবস্হানে নেমে এসেছে গুন্ডে ।
আমরা চাই নির্মাতা যদি আন্তরিক হন তাহলে বিকৃতি সংশোধন না হওয়া পর্যন্ত এই ছবিটির প্রদর্শন বন্ধ থাকুক । অপেক্ষা করছি -কখন নির্মাতা এই বিকৃতি সংশোধন করে ছবিটি পূন:নির্মান করেন।
©somewhere in net ltd.