![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিফট দিয়ে উঠছি। মেয়েটিকে এই প্রথম দেখলাম। লম্বা, ছিপছিপে। একটা হালকা নীল রংগের শাড়ী পড়া । সালাম দিলো। নামার আগে বললো-আমাদের বাসায় আসবেন। E4 থাকি আমরা । একটু অবাক হলাম। ভালো করে পরিচয় জানিনা, বাসায় যেতে বললো। খুব ভালো মেয়ে হবে।
মেয়েটাকে খুজেছি, কিন্তু আর কখনও দেখা হয়নি । দেখা হলে আরেকটু আলাপ করা যেতো।
কিছুদিন পর । এই মেয়েটা কি সেই মেয়ে? না মনে হয়, কিন্তু কাছাকাছি চেহারা। এক হারা গড়ন, নীল শাড়ী। হেটে পাস দিয়ে চলে গেলো, কোন কথা বললো না।
নীচে সব ফার্নিচার এলোমেলো পড়ে আছে। শুনলাম তিনমাসও হয়নি ভদ্রলোক ফ্ল্যাটটা ভাড়া নিয়েছেন ।আমার সাথে কখনও দেখা হয়নি ।নিয়মিত থাকতেন না ।মেয়েগুলোর সাথে তার কোন আত্মীয়তা ছিলো না ।
আজ বাড়ীওয়ালা ফার্নিচারগুলো নীচে বের করে দিয়েছেন ।
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭
দোজা বলেছেন: ধন্যবাদ গল্পটা পড়ার জন্য। আবার পড়ুন। বুঝতে পারবেন ।
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬
ডরোথী সুমী বলেছেন: ঘটনা তো বুঝলামনা।