![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১১ টা। কোন এক ফ্ল্যাটে পুলিশ এসেছে। একটু অবাক হলাম। পুলিশ তো ফ্ল্যাটে আসার কথা নয়। নিশ্চয় কোন অঘটন ঘটেছে। কোন চুরি বা ডাকাতি ? কোন মারামারি বা সংঘর্ষ ? না।
শুনলাম পুলিশকে ডাকা হয়েছে । এক দম্পতির মধ্যে বিরোধ । ছোট দুটি শিশু আছে দম্পতির ।
হই চই এবং কান্না শোনা যাচ্ছে । কান্না সম্ভবত: বাচ্চাগুলোর।
চারপাশে অনেক উৎসুক চোখ।
লোকটি একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করে। স্ত্রী গৃহবধূ । সম্ভ্রান্ত পরিবার।
এই বিরোধই প্রথম নয়।
পুলিশ একসময় চলে গেলো । বলে গেলো -এই বিষয়টা তাদের নয়।
২| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৭
বেকার সব ০০৭ বলেছেন:
৩| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২০
ডরোথী সুমী বলেছেন: এমনই হয়!
০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:২০
দোজা বলেছেন: জীবন এমনই হয়!
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৪ রাত ৩:২৬
ভণ্ড বাবা বলেছেন: