![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি ২০ তে আমরা ভাল করতে না পারলেও টি-২০ র ফ্লাশ মবে আমরা বেশ আলোড়ন তুলেছি।
ফ্লাশ মব হচ্ছে একধরনের স্ট্রিট ডান্স যা হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে মিলিয়ে যায় । যা কিছুটা ব্যতিক্রম ভংগিতে সল্প সময়ের জন্য করা হয়। এর উদ্দেশ্য কখনও বিনোদন , কখনও বিদ্রুপ, কখনও বা কেবল শৈ্ল্পিক বহিঃপ্রকাশ । ফ্লাশ মবের প্রথম শুরু ২০০৩ সালে আমেরিকায়।
টি ২০র জন্য প্রাথমিক ভাবে ১১টি বিশবিদ্যালুয়ের ছাত্র-ছাত্রীদের উপর ফ্লাশ মবের দায়িত্ব দেয়া হয়। পরব্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজএর ছাত্রছাত্রীরা স্বত:স্ফূর্তভাবে ফ্লাশ মব করে । এর সাথে বিদেশে অবস্হান রত বাংলাদেশী ছাত্রছাত্রী ও তাদের বন্ধুরাও যোগ দেয়।
এখনও পর্যন্ত চট্গ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জনপ্রিয়তায় সবার চাইতে এগিয়ে আছে। টি ২০ কর্তৃপক্ষ প্রথম তিনটি প্রতিষ্ঠানকে পুরস্ক্বত করার কথা।
দর্শকরা অবশ্য এর মধ্যে তাদের মতামত ব্যক্ত করেছে।
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
দোজা বলেছেন: হুজুগে বাংগালী !
২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৮
হেডস্যার বলেছেন:
বিরক্তিকর জিনিস।
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৯
দোজা বলেছেন: কিন্তু স্যার তারুন্যের উচ্ছাসকে আপনাকে মানতেই হবে ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১৩
ইমাম হাসান রনি বলেছেন: এতদিন দেখতাম শুধু বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলা ফ্ল্যাশ মব বানাইতেছিল এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপাটমেন্টও বানানো শুরু করছে.......কে কই আসস আম্রে মাইরালা