নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

গণজাগরন মঞ্চ -বিতর্ক ও বিভক্তি

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৭

গনজাগরণ মন্চ নিয়ে প্রকাশ্য বিরোধ দেখা গেলো। একটি থানায় পুলিশের উপস্হিতিতে গণজাগরন মন্চের নেতাদের মার খেতে হলো। গণজাগরন মন্চের নেতাদের বক্তব্য অনুযায়ী পুলিশের নিরবতায় ছাত্রলীগের

সন্ত্রাসীরা তাদের উপর এই হামলা চালিয়েছে ।

পরের দিন শাহবাগের মোড়ে সভা করতে গিয়ে গনজাগরন মন্চের নেতারা পুলিশের পিটুনি খান ও গ্রেফতার হন। গনজাগরন মন্চের মুখপাত্র ইমরান সরকার দেশের সরকার ও ছাত্রলীগকে এর জন্য দায়ী করেন ।

ছাত্রলীগ অবশ্য তাদের সম্পৃক্ততা অস্বীকার করে। ৫টি বামপন্হী ছাত্র সংগঠনও ইমরান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে । অভিযোগের মধ্যে তহবিল তসরুপ, বিলাসি জীবন যাপন, মন্চকে রাজনৈতিক দলে রূপান্তর ইত্যাদি রয়েছে।

ইমরান সরকার অবশ্য সবগুলো অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা অভিযোগ করেছেন সরকার যুদ্ধপরাধীদের সাথে আতাত করছে, যুদ্ধপরাধীদের বিচার বিলম্বিত করছে।



যেটা বোঝা যাচ্ছে তা হলো গনজাগরণ মন্চের সাথে সরকারের সখ্যতার দিন গুলো শেষ হয়েছে। সাধারণ মানুষের কাছে ভেতরের কারণটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু সময়ের সাথে তা স্পষ্ট হবে ।

শুরুতে গণজাগরন মন্চ মানুষের যে আবেগকে উজ্জীবিত করেছিলো, তা সময়ের সাথে ধরে রাখতে পারেনি । মানুষের বিশ্বাসের জায়গাটায় চিড় ধরেছিলো।নিউ এজ সম্পাদক নুরুল কবির RTVর এক আলোচনায় বলেছেন জামাতের ঊথ্থানের পেছনে গণজাগরন মন্চের ভূমিকা আছে । এই বিষয়টি ভবিষ্যতে অনেক আলোচনা ও বিশ্লেষনের জন্ম দিবে।



পরিবর্তিত অবস্হানে গণজাগরন মন্চ কি মানুষের প্রথম আবেগকে আবার জাগ্রত করতে পারবে ?



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

মেকগাইভার বলেছেন: গণজাগরন মঞ্চ জনগনের সাথে বেইমানী করছে।
এখন সরকার তাদের সাথে বেইমানি করছে। এটাই হইতাছে আর কিছু না।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬

দোজা বলেছেন: জটিল !

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

রাজীব নুর বলেছেন: সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

দোজা বলেছেন: বিষয়টি স্পষ্ট করলে ভালো হয়। ব্লগার এখানে খুব একটা নিজস্ব মতামত দিতে জাননি। প্রকাশিত তথ্য কেবল তুলে ধরেছেন। তথ্যগুলোর ব্যপারে যে কারো ভিন্নমত থাকতে পারে।

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩২

খাটাস বলেছেন: ইমরান বা ছাত্র লীগ কেও ই এমন কোন জাতি ঘোষিত সাধু নন, যে তাদের কারও কথা বিশ্বাসের ব্যাপারে আগ্রহি হউয়া যায়। বাঙালি যত দিন না অন্ধত্তের চেয়ে পড়ে, জেনে যাচাই এর চেষ্টা করবে তত দিন সম্ভবত বিশ্বাস ব্যবসা চলবেই- নতুন বোতলে পুরান মদ থেরাপিতে।

রাজিব নুর সাহেব সম্ভবত সত্য জানেন। রাজীব নুর বলেছেন: সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে। উনার কাছে সত্য জানতে আগ্রহ প্রকাশ করছি।
শুভ কামনা।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৫

দোজা বলেছেন: শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.