নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ভাবনা

নাগরিক

দোজা

একজন সাধারণ নাগরিক

দোজা › বিস্তারিত পোস্টঃ

১লা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রা ও মঙ্গল চেতনা

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৭

টক শো শুনছিলাম। ১লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহনে, উচ্ছাস ও আনন্দের স্বত:স্ফূর্ত বহি:প্রকাশে ,রং ও সাজের অপরূপ সমারোহে অসাম্প্রদায়িক চেতনার বহি:প্রকাশ ঘটেছে। দেশের সর্বত্র মানুষ নানা আয়োজনে নববর্ষকে আবাহন করেছেন। প্রধানমন্ত্রীও এই দিনে বিশিষ্ট জনদের সাক্ষাৎ দিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন-এই নববর্ষ আমাদের জন্য নতুন যুগের সূচনা করবে।



সন্চালক জানতে চাইলেন-আমাদের সমাজ ও রাষ্ট্রের উপর এই অংশগ্রহনের প্রভাব কতটুকু হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড: আনোয়ারুল হক বললেন- অংশগ্রহনকারীদের একটা বড় অংশ এর অন্তরনিহিত অর্থ সম্পর্কে অবগত নন। তারা এসেছে মূলত: হুজুগে , বিনোদনের মানসিকতায়। সমাজে উপর এর বড় ধরনের কোন প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না । আর রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাবটা নির্ভর করছে রাষ্ট্রশক্তির নিয়ন্ত্রক যারা তাদের চিন্তা চেতনার উপর।



উৎসবের বানিজ্যকরণ নিয়েও আলোচনা হয়। বিশিষ্ট নাট্যজন আবুল হা্যাত বললেন -উৎসবে বানিজ্যিক উপসর্গ থাকবে , কিন্তু তা যাতে আমাদের সাংস্কৃতিক চেতনাকে রুদ্ধ না করে।



বলা হ্য়-১লা বৈশাখে গ্রামে উৎসবের আমেয ক্রমান্নয়ে কমে আসছে। ১লা বৈশাখের আনন্দ এখন অনেক বেশী শহরে কেন্দ্রীভূত । গ্রামীন অর্থনীতির ধস, গ্রামীন মানুষের দারিদ্র এই উৎসববিমুখিনতার কারণ। মানতে হবে শহরের মানুষের মধ্যে ও এক বিরাট অংশ দরিদ্র , তারা অনেকাংশে মানবেতর জীবন যাপন করেন। ১লা বেশাখের উৎসবের আমেয তাদেরও স্পর্শ করেনি ।



মঙ্গল শোভাযাত্রা আমাদের মঙ্গল চেতনায় প্রভাব ফেলছে কিনা না কেবল উৎসবের বাহক থাকবে-তা আগামীতে আমাদের সমাজ ও রাষ্ট্রের কর্মকান্ডে দৃশ্যমান হবে।



শুভ হোক নববর্ষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.