![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকাল আমার সব চেয়ে প্রিয় ঋতু।
এইবার আরও বেশি ভালো লাগছে কারন শীত বেশি পরেছে, তার উপর আবার বারতি আনন্দ হিসেবে যোগ হয়েছে কুয়াশা।
তবে একটা কথা ভেবে শিউরে উঠি যে আমরা ঘরের ভেতরে কম্বলের নিচে শীতে কাপি আর যারা রাস্তায় থাকে বাসা বাড়ি নেই তারা কিভাবে সহ্য করছে।
যাই হোক আমি এমনিতে ১১ টার আগে ঘুম থেকে উঠিনা তবে আজকে ৯.৩০ টার সময় উঠলাম এবং বাসা থেকে বের হলাম ।
দেখলাম কুয়াশায় মোড়ানো আমাদের প্রিয় যাত্রাবাড়ী এলাকা।
তারপর পুরো এলাকাটা একটা চক্কর মারলাম একা একা।
দেখলাম মানুষের ব্যস্ততা।
তারপর বাসায় ফিরে আসলাম খুব ভালো লাগা একটা অনুভূতি নিয়ে।
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কোনো রহস্য নাই ভালো লাগছে তাই দিছি।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
নিয়েল ( হিমু ) বলেছেন: আপনে থাকেন কৈ ?
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দক্ষিন যাত্রাবাড়ী
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১
নিয়েল ( হিমু ) বলেছেন: অনুভুতি ভাল হৈলেই ভাল ।

আপ্নার নিকের রহস্য কি ?
"নিকের পেছনের কাহিনী" শিরনামে একটা পোষ্ট দেব তাই জিজ্ঞাসা করছিলাম । আপনি উত্তর দিলে পোষ্টে আপনিও স্থান পাবেন