নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

লহ্ম টাকার কথোপকথোন

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৪৯

বছর দুয়েক আগে আমার আব্বুর নাম্বারে একটি বাংলালিঙ্ক নাম্বার থেকে ফোন আসে।

তো তাদের কথোপকথোনঃ

(ব্যাক্তিটির নাম মনে নেই তবে লেখার সুবিধার জন্য ধরে নেই তার নাম মমিন)

মমিনঃ আসসালামলাইকুম স্যার আমি বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার থেকে বলছি। কেমন আছেন আপনি?

আব্বুঃ ওলাইকুম আসসালাম, আমি ভালো আছি।

মমিনঃস্যার আমরা একটি লটারি করেছি তো ওইখানে যে দশজনের নাম উঠবে তাদের প্রত্যেককে দেয়া হবে ২ লহ্ম করে টাকা।

আব্বুঃ তো কি হয়েছে?

মমিনঃ আনন্দের ব্যাপার হচ্ছে স্যার সেই দশজনের মধ্যে আপনিও আছেন।অভিনন্দন স্যার।

আব্বুঃ হুম।

মমিনঃস্যার আপনাকে সেই টাকা পেতে হলে কিছু কাজ করতে হবে?

আব্বুঃ কি কাজ?

মমিনঃ স্যার আপনি থাকেন কোথায়?

আব্বুঃ যাত্রাবাড়ী।

মমিনঃ স্যার আপনাকে কস্ট করে ২০’০০০ টাকা নিয়ে ধানমন্ডি “অমুক” ভবনের তিন তলায় আসতে হবে।

আব্বুঃ কেনোরে ভাই লটারিতে টাকা পেয়েছি তার জন্যে আবার আমাকে টাকা দিতে হবে কেনো?

মমিনঃ স্যার ২ লহ্ম টাকা পাবেন তার জন্যে একটু কস্ট করতে পারবেন না?

আব্বুঃ বুঝলাম। তবে আমার একটা কথা শুনবেন?

মমিনঃ বলুন স্যার।

আব্বুঃ আসুন একটা ডিল করি।

মমিনঃ কি ডিল?

আব্বুঃআমি পেয়েছি ২ লহ্ম টাকা আর আপনাদের প্রয়োজন ২০’০০০টাকা।

তো আপনারা ২০’০০০ এবং তার সাথে আরও ৩০’০০০ টাকা রেখে বাকি দেড় লহ্ম টাকা যাত্রাবাড়ী পাঠিয়ে দিন। =D

মমিনঃ স্যার এইটা কি বলছেন?

আব্বুঃ ব্যাটা শোন তোদের মত ভন্ড দেখতে দেখতে চুল পাকাইয়া ফালাইছি আর তুই আইছোস আমারে ধাপ্পা দিতে।

টুট টুট টুট……………………..



অবশেষে লাইন কেটে গেলো। এবং সেই নাম্বার আর চালু পাওয়া যায়নি।





বিঃ দ্রঃ আব্বু কয়েকদিন আগে বলল ঘটনাটা। তো আজ সকালে আমার খালার মোবাইলেও এইরকম একটি ফোন এসেছিলো তাই কথাগুলো মনে পরলো এবং আপনাদের সাথে শেয়ার করলাম।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১০:৫২

মদন বলেছেন: টুটটুটটুটটুটটুট ;)

২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৬

রিয়ান৯১১ বলেছেন: আমার প্রায় ৩.৫ বছর আগে এমন একটা কল আসছিলো।

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: অনেকেরই আসে।

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৩

সোনাবালি'র আপন ভুবন বলেছেন: =p~ =p~

৪| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:২৮

মোমের মানুষ বলেছেন: আহারে দুই লক্ষ টাকা.......

৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১৫

এন ইউ এমিল বলেছেন: আমার কাছে কখনো এই ধান্দাবাজ গুলা আসেনা,
পাইলে ফোনেই জুতাপেটা করতাম :#)

৬| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২০

Crazy তৌফিক বলেছেন: টুট টুট টুট………… :-P :-P :P

৭| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২১

মায়াবী ছায়া বলেছেন: আমার ফোনে ২দিন এমন কল আসছিলো । আমি কোন কথা না বলে জাস্ট কল কেটে দিছি ।কারন এই ধান্দা বাজদের কথা আমি আমার ফ্রেন্ড দের কাছ থেকে আগেই শুনে সতর্ক ছিলাম ।
এদের গ্রুপটাকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ।

৮| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২১

মায়াবী ছায়া বলেছেন: আমার ফোনে ২দিন এমন কল আসছিলো । আমি কোন কথা না বলে জাস্ট কল কেটে দিছি ।কারন এই ধান্দা বাজদের কথা আমি আমার ফ্রেন্ড দের কাছ থেকে আগেই শুনে সতর্ক ছিলাম ।
এদের গ্রুপটাকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.