নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

আশরাফুলের পাশে আছি

০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

১= (১৪এপ্রিল২০১৩ রবিবার) যারা বাসায় প্রথম আলো রাখেন তারা প্রতেকেই সকালে পত্রিকাটা খুলে ভেতরের ক্রোড়পত্রটা পরে ক্রোধে ফেটে ফরেন এবং কিছু মানুষ উল্লাসে ফেটে পরেন।

কারন সেখানে "হাসনাত আবদুল হাই" নামের এক লেখক "টিভি ক্যামেরার সামনে মেয়েটি" এই শিরোনামে একটা গল্প ছাপা হয়।



২= কয়েকদিন আগে প্রথম আলোর এক রিপোর্টে সারা বাংলাদেশ কেপে উঠে। রিপোর্টে বলা হয় আশরাফুল স্পট ফিক্সিং করেছে। আইসিসির রিপোর্টের প্রায় এক সপ্তাহ আগে প্রথম আলো এই দাবি করে।

************************************************************************************************************************************************************************************************************************************************

১= ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মহানায়ক জিনেদিন জিদান মাথা দিয়ে ঢুস মারে প্রতিপহ্মের এক খেলোয়ারকে। সেটা এমন এক সময়ই মারে যখন জিদানকে ছাড়া ফ্রান্স বিস্বকাপ জয়ের কথা কল্পনাই করতে পারে না। সেটা প্রমানিত হয় জিদান লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হয়ে যায় এবং ধূলিসাৎ হয়ে যায় ফ্রান্সের বিস্বকাপ জয়ের স্বপ্ন। তখন সেই ম্যাচ যারা দেখছিলো তাদের কাছে ভিলেন হয়ে উঠে জিদান। কিন্তু কয়েকদিন পর জানা যায় আসল সত্য। জিদান যাকে ঢুস দেয় সেই জিদানকে মাঠে নানাভাবে ত্যাক্ত করতে থাকে তা বোনকে নিয়ে খারাপ কথা বলতে থাকে যাতে জিদান উত্তেজিত হয়ে কিছু করে বসে এবং ফান্স হেরে যায়।



৪=মোহাম্মদ আশরাফুল স্পট ফিক্সিং করেছে। আজ বাংলাদেশের ৯০% মানুষের কাছে আজ তিনি ভিলেন, অপরাধী ,চোর বলে গন্য হচ্ছে।

আসল সত্যটা হয়তবা কেও জানবে না। তবে আমি গ্যারান্টি দিচ্ছি আশরাফুল বৃদ্ধ হয়ে যদি কখনো আত্বজীবনি লেখে তখন সেইখানে প্রকাশ পাবে যে আশরাফুল পরিস্থিতির স্বীকার এবং সে এমন কোন কাজ করেনি কিন্তু মিথ্যা স্বীকার করে নিয়েছে।



$ যে ছেলেটা চার কোটি টাকার অফার পেয়ে ICL এ যায়নি সেই ছেলেটা নাকি ২৫ লহ্ম টাকার জন্য স্পট ফিক্সিং করেছে।

$যে ছেলেটা ৩২ লহ্ম টাকার দামের গাড়ীর অফার ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছে সেই ছেলেটা নাকি স্পট ফিক্সিং করেছে।

$ যে ছেলেটা জুয়ারীদের কাছ থেকে স্বর্ণের ব্রেসলেট পেয়ে তা বিসিবির কাছে জমা দিয়ে দিয়েছিলো সেই ছেলেটা নাকি স্পট ফিক্সিং করেছে।

$যেই ছেলেটা ১৩ বছর ক্রিকেট খেলে মাত্র একটা বাড়ী এবং একটা রেস্টুরেন্ট করেছে সেই ছেলেটা নাকি স্পট ফিক্সিং করেছে।

আশরাফুল তুমি আগে যেমন ছিলে আমার কাছে এখন থেকে তুমি আমার ভালোবাসা তার থেকেও বেশী পাবে। মনে রেখো সারা বাংলাদেশও যদি তোমার বিপহ্মে থাকে এই আমাকে তুমি পাশে পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.