নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

জগত। পর্বের নাম-হিজরা

১২ ই জুন, ২০১৩ রাত ১২:০০

আচ্ছা এই জগতটা এইরকম কেনো?

সবাই সবাইকে করুনা করতে চায়, দয়া করতে চায়।



মানুষ খারাপ জিনিষের কি সুন্দর সুন্দর নাম বের করে ফেলে । যে শব্দটা একটা গালির মত সেই শব্দটাকে তারা অভিধানের অংশ বানিয়ে ফেলতে পারে।

মানুষের অনেক হ্মমতা। অভিধানের অংশ বানাতে গিয়ে তারা সেই অংশের পিছনের মানুষকে পরোহ্মভাবে অপমান করে ফেলে। কিন্তু তারা তা বুঝতে পারে না।



“হিজরা” একটা গালির মত শব্দটা। কিন্তু সুশীল সমাজ তাদের বলে “বৃহন্নলা” । তারা ভাবে নামটা কি সুন্দর । “বৃহন্নলারা” বোধ হয় মনে মনে খুশিই হয়েছে।



একটি কাল্পনিক কথোপকথন দেখি সুশীল এবং হিজরাদেরঃ

সুশীলঃ এই যে বৃহন্নলা শুনুন। hello আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা। hello

হিজরাঃ আপনি কি আমাকে ডাকছেন?

সুশীলঃ জী আপনাকেই ডাকছি।

হিজরাঃ "বৃহন্নলা" কি?

সুশীলঃ আপনাদের হিজরা না ডেকে “বৃহন্নলা” বলে ডাকি।

হিজরাঃ তাতে লাভ?

সুশীলঃ লাভ বলতে কি হিজরা শব্দটা শুনতে খারাপ শোনায় না?

হিজরাঃ ভালো মন্দ শোনা দিয়ে আমরা কি করবো? আমাদের হিজরা ডাকলেই কি আর বৃহন্নলা ডাকলেই কি, আমাদের খাবার তো আপনারা দিচ্ছেন না।

সুশীলঃ ইয়ে মানে।

হিজরাঃ শুনুন ভাই ভালোমত বেচে থাকার জন্য খাবারের দোকান দিয়েছিলাম কিন্তু আমি হিজরা বলে সেই দোকানে কেও খেতে আসেনা। ভালোমত বেচে থাকার জন্য একটা কাপড়ের দোকান দিয়েছিলাম কিন্তু সেই দোকানে কেও কাপর নিতে আসেনা আমি হিজরা বলে। আর আপনারা টিভি ক্যামেরার সামনে আমাদের নিয়ে খুব বড়বড় বুলি ছারেন। আমাদের হিজরা বললেই কি আর বৃহন্নলা বললেই কি। আমাদের পেটের ভাত আমাদেরই জোগাতে হয়। শুধু শুধু আমাদের বিশেষ নামে আখ্যায়িত করে আমাদের অপমান করবেন না।



অবশেষে সুশীলগণ আবারো টিভির সামনে বলিলো "সেদিন এক বৃহন্নলার সাথে দেখা হয়েছিলো তারা তাদেরকে বৃহন্নলা ডাকাতে খুব খুশি হয়েছে........................."



বিঃ দ্রঃ আর এভাবেই চলে আমাদের দেশের সুশীল গনেরা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এভাবেই চলে আমাদের দেশের সুশীল গনেরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.