![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার নানাবাড়ীদের এলাকাতে একটা লোক আছে যার নাম "জানু"।
অনেক ধনী মানুষ। ওনাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আপনার নাম কে রেখেছিলো? বলল যে উনি নিজেও জানেন না ওনার এই নাম কে রেখেছে।
উনি মানুষটা অনেক রসিক । আমি নানুবাড়ী গেলে প্রায়ই ওনার সাথে গল্প করি।
একদিন ওনার সাথে গল্প করছিলাম তো ওনার স্ত্রী দেখি ওনাকে ডাকছে এই জানু একটু ভেতরের রুমে আসোতো :p
তারপর ভাবলাম আচ্ছা উনি সাড়া জীবনে কি কি বিব্রতকর অবস্থায় পরেছেন দেখিতোঃ
১= উনি ম্যাট্রিক পরীহ্মা দিবেন। পরিহ্মার আগের এক শুক্রবারে উনি গেলেন ওনার বন্ধুর বাসায় সাজেশন নিতে। দিনটি ছিলো শুক্রবার । বন্ধুর বাবা মাও বাসায় ছিলো। বাহির থেকে ডাক দিলো উনি ওনার বন্ধুকে। ওনার বন্ধুর ছোট বোনকে বন্ধুর বাবা বলল কে এসেছেরে? বন্ধুর বোন বলল “জানু এসেছে” :p
২= ওনার কিডনিতে সমস্যা হলো একবার । অপারেশন হবে । হাসপাতালে ভর্তি আছেন উনি। আলাদা কেবিনে সিট ওনার। তো ওনার রুমের দায়িত্বে যে নার্স আছে তার গ্রামের বাড়ীও ওনাদের গ্রামে। তো আংকেলের খোজে এক লোক আসলো একদিন। এসে গেট ঠকঠক করলো। প্রথমে নার্স বের হলো। লোকটি বলল ভেতরের রোগির নাম কী? নার্সটি বলল, আমার দেশের জানু।
দেশের জানু মানে? ভালোই তো দেশের জানু,শহরের জানু, বিদেশের জানু।
নার্স বলল, ওনার নামই জানু।
৩= জানু আংকেলের বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ী যাত্রা। ওনার ছিলো এক পাল শালী ( :p ) । শ্বশুর বাড়ীর কাছাকাছি আসার পর রিকশা থেকে নেমে হাটা শুরু করলো। দূর থেকে ওনার কিশোরি শালী চিল্লাইতে চিল্লাইতে বাসায় গেলো আর বলতে লাগলো জানু এসেছে জানু এসেছে।
৪=জানু আংকেল গেলো ওনার ব্যাবসায়িক পার্টনারের বাসায়। কলিংবেল চাপার পর গেট খুলল পার্টনারের স্ত্রী। ওনাকে দেখেই পার্টনারের স্ত্রী বলল, ওগো শুনছো জানু এসেছে।
কি তোমার এত অধঃপতন হয়েছে, তোমার জানু এসেছে মানে? কি বলতে চাও তুমি?
আরে তোমার ব্যাবসায়িক পার্টনার জানু ভাই এসেছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
যোগী বলেছেন:
যার নাম জানু তারতো সারা জীবনে এই রকম কয়েক লাখ গল্প থাকার কথা
বাংলা সিনেমার জোর করে হাসানো মত ব্যাপার