![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারন একটি ছবি। যারা আধিভৌতিক , ভৌতিক এবং রহস্যময় গল্প পছন্দ করেন তারা নিশ্চয়ই শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে চিনেন। ওনার অনেক জনপ্রিয় একটা গল্প "ছায়াময়"। এই ছায়াময় নিয়েই তৈরি হয়েছে এই ছবিটা। ছবিটা নামিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন আগেই কিন্তু দেখার সময় পাচ্ছিলাম। অবশেষে আজ দেখেই ফেললাম। দেখার পর একটাই মন্তব্য "ইশ এতোদিন ফেলে রাখলাম ছবিটা"।
যাই হোক রিভিও লেখার দুঃসাহস আমার নেই। তবে অল্প করে ছবিটার কাহিনী বলি।
কাহিনীঃ গ্রামের ধনী মানুষ "গগন শাবু"। সুদের ব্যাবসায় করে অনেক টাকা কামিয়েছে। গ্রামের মানুষ তাকে দেখতে পারেনা কিন্তু কিছু বলতেও পারেনা। হঠাত করেই একদিন রাতের বেলা তার বাড়ীতে চিৎকার। সবাই এসে দেখে ডাকাত ধরা পড়েছে। ডাকাতের হাতে একটা থলে ছিলো । সেটা গগন রেখে ডাকাতকে দূরে একটা জঙ্গলে ফেলে দেয়। জঙ্গল থেকে কিছুটা দূরে এক স্বর্ণকারের বাড়ী। তার একমাত্র ছেলে "অলংকার"। বয়স অল্প। দস্যিপনা করে বেড়ায়। সে রাতে ঘুমানোর সময় স্বপ্নে দেখে "ছায়াময়" নামক একজন এসে তাকে জঙ্গলে যেতে বলে। সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে গিয়ে দেখে একটি ছেলে পরে আছে। তাকে বাড়ীতে নিয়ে আসে অলংকার। জানতে পারে ছেলেটির নাম "ইন্দ্র"। পরে জানা যায় ইন্দ্র বিলেত(লন্ডন) থেকে ভারতে এসেছে। সে বিলেতে এক লাইব্রেরীতে কাজ করতো। সেখানে সে একটা পুথি পরে। যেখানে গুপ্তধনের উল্লেখ আছে। সেই গুপ্তধন খুজতে আসে এই গ্রামে। অনেক খুজে গুপ্তধন পেয়েও যায় কিন্তু তা দেখে ফেলে গ্রামের ভন্ড সাধু "কালী কাপালী"। তার থেকে বাচার জন্য ইন্দ্র পালিয়ে বেড়ায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ধরা পড়ে যায় গগনের হাতে। তাকে চোর অপবাদ দেয় এবং মোহর নিজের কাছে রেখে দেয়। তারপর ইন্দ্র জানতে পারে যে সে যেসকল মোহর নিয়েছে তা তার পূর্বপুরুষদের মোহর। তারপর নানা ঘটনা এবং ভৌতিক ঘটনায় মোহর ফেরত পায় সে। আর পুরো ঘটনা জানতে চাইলে আপনাকে দেখতে হবে ছবিটি।
আসা করি টাকা মার যাবেনা। (you know time is money :p )
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
বুবলা বলেছেন: টরেন্ট লিন্ক টা দিলাম দারুন মুভি
Click This Link (2013) ~ Upscaled.DvdRip.720p[x264-DTS-5.1] ~ E.Sub.mkv [BTRG][BT].torrent
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
কেএসরথি বলেছেন: ছায়াময় ৪২০ মেগাবাইট
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
আগন্তুক কাক বলেছেন: তাহলেতো দেখতেই হবে।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
বাবু ইসলাম বলেছেন: ভাই টরেন্ট ছাড়া লিংক দেন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
নীলতিমি বলেছেন: আসলেই মুভিটা অসাধারন। বেশ ক'বার দেখেছি।
মুভিটা অনেক মজারও বটে !
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লিংক?