নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

মা

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

তোমারই চরনে বেহেশত আমার.

তোমার চরনেই সকল সুখ.

যেদিন তুমি থাকবে না এ ভুবনে.

সেদিন আমি কেঁদে ভাসাবো বুক ।



জগতের শ্রেস্ঠ মানুষ তুমি.

শ্রেস্ঠ ডাকটাও তোমায় ডাকি.

তোমার কোলে মাথা রেখে.

শান্তিতে বন্ধ করি আঁখি ।



তোমার কারনে পৃথীবিতে এসেছি.

তোমার কারনেই বেঁচে আছি.

কত কস্ট দিয়েছি তোমায়.

সেই কস্ট কখনও ফেরত দাওনি আমায় ।



প্রসবের বেদনা সয়ে তুমি.

এনেছো এ জগতে.

সেই তুমি কেনো আমায়.

ছেড়ে যাবে অন্য ভুবনে ।



বেঁচে থাকবে বেঁচে আছো.

হয় তোমার মৃত্যুর ভয়.

স্রস্ঠার কাছে একটাই প্রার্থনা আমার.

তোমার আগে যেনো আমার মরন হয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে.....

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.