![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমারই চরনে বেহেশত আমার.
তোমার চরনেই সকল সুখ.
যেদিন তুমি থাকবে না এ ভুবনে.
সেদিন আমি কেঁদে ভাসাবো বুক ।
জগতের শ্রেস্ঠ মানুষ তুমি.
শ্রেস্ঠ ডাকটাও তোমায় ডাকি.
তোমার কোলে মাথা রেখে.
শান্তিতে বন্ধ করি আঁখি ।
তোমার কারনে পৃথীবিতে এসেছি.
তোমার কারনেই বেঁচে আছি.
কত কস্ট দিয়েছি তোমায়.
সেই কস্ট কখনও ফেরত দাওনি আমায় ।
প্রসবের বেদনা সয়ে তুমি.
এনেছো এ জগতে.
সেই তুমি কেনো আমায়.
ছেড়ে যাবে অন্য ভুবনে ।
বেঁচে থাকবে বেঁচে আছো.
হয় তোমার মৃত্যুর ভয়.
স্রস্ঠার কাছে একটাই প্রার্থনা আমার.
তোমার আগে যেনো আমার মরন হয় ।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে.....