![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশী মুভি দেখার কথা বললে অনেক বাংলাদেশী(?) ভাই/বোনেরা বলে এ দেশের মুভিতে দেখার কি আছে???
বলিউডের ওই মুভিটা দেখো, ওইটা দেখো কী সুন্দর মুভি।
মানে তারা এদেশের মুভি দেখার সময় মাথায় ভারতের মুভি নিয়ে বসে। এদেশের মুভিতে কী নেই আর ভারতের মুভিতে কী আছে তার সাথে তুলনা দেয়।
তুলনা করাটা তাদের একটা স্বভাব হয়ে গেছে।
আচ্ছা মানলাম বাংলাদেশের মুভি দেখার সময় আপনারা বলিউডের মুভি মাথায় নিয়ে বসেন আর তুলনা করেন । আচ্ছা বলিউডের মুভি দেখার সময় আপনারা তাহলে হলিউডের মুভি মাথায় নিয়ে বসেন না কেনো???
বলিউডের মুভিতো হলিউডের মুভির পা চাটার যোগ্যও না।
কোন দিক দিয়ে আপনারা বলিউডের মুভিকে হলিউডের মুভির সাথে তুলনা দিবেন?
তথ্য প্রযুক্তি,চিন্তা ভাবনা,অভিনয়,ইত্যাদি কোন দিক দিয়ে আপনি দেখাতে পারবেন বলিউডের মুভি হলিউডের চেয়ে উন্নত???
যদি প্রশ্ন করি, বলিউডের মুভি হলিউডের মুভির চেয়ে উন্নত না তাহলে বলিউডের মুভি দেখেন কেনো???
তখন আপনি উত্তর দিবেন, আমেরিকা ভারতের চেয়ে উন্নত, তাদের অনেক টাকা পয়সা আছে , বাজেট বেশী। ধীরে ধীরে বলিউডের মুভি উন্নত করবে।
ভাই থামেন নিজের যুক্তিতে নিজেই ধরা খাইতেছেন।
বলিউডের মুভির সাথে হলিউডের মুভির তুলনা দেবার সময় যদি আপনি উপরৌক্ত যুক্তি দেখান তবে বাংলাদেশের মুভি দেখার সময় বলিউডের মুভির তুলনা দেয়ার আগে একই যুক্তিগুলা বাংলাদেশের পহ্মে দেন না কেনো?
এই নয় যে বলছি বলিউডের সব মুভিই খারাপ । তবে সত্যি বলতে কী বলিউডের ভালো, মান সম্পন্ন মুভির নাম বলতে গেলে আপনি কয়েকটা বলে আর বলতে পারবেন না।
আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মুভির মান বলিউডের মুভির থেকে ভালো।
বাংলাদেশে খুব ভালো আকর্ষণীয় মানের একটা হিরোর অভাব ছিলো। সেই অভাবটা দূর করে দিয়েছে “আরফিন শুভ”।
বাংলাদেশে সুন্দরী,অভিনয় পারে, স্লিম একটা নায়িকার বড় অভাব ছিলো।
সেই অভাবটা দূর করে দিয়েছে “মাহিয়া মাহি”।
তাদের দুজনের অভিনয় একসাথে আপনি দেখতে পাবেন,”অগ্নি” নামের একটা মুভিতে।
মুভিটির ট্রেইলর বের হয়েছে কয়েকদিন আগে। সবাই দেখতে পারেন। ট্রেইলর দেখলে খুবই ভালো লাগবে।
আর “অগ্নি” মুভিটি রিলিজ পাবে সাত ফেব্রুয়ারী ২০১৪তে। রোজ শুক্রবার।
সবাই মুভিটি সিনেমা হলে গিয়ে দেখার চেস্টা করবেন প্লিজ।
আমরা বন্ধুরা সবাই মিলে হলে গিয়েই এই মুভিটা দেখবো।
আপনারাও দেখবেন প্লিজ। দর্শকেরা হলমুখী হলে পরিচালকেরা মানসম্পন্ন মুভি তৈরিতে আরও আগ্রহী হবে।
আর হ্যা মুভিটি দেখার কথা বলাতে ভাববেন না যে এই মুভির পরিচালক বিজ্ঞাপন করার জন্য আমাকে টাকা দিয়েছে। :p
দেশটাতো আমাদেরই। তাই না???
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
আছিফুর রহমান বলেছেন: বলিউডের মুভি জোকসের সেরা বিনোদন। উদাহরন হিসাবে বলা যায় কৃষ, কৃষ ২, কৃষ ৩, এক থা টাইগার। এরকম অসংখ্য উদাহরন দেয়া যাবে।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
বোধহীন স্বপ্ন বলেছেন: তাদের অনেক টাকা পয়সা আছে , বাজেট বেশী। ধীরে ধীরে বলিউডের মুভি উন্নত করবে।
বলিউডের টাকার অভাব নাকি? রাম-সাম-যদু-মধু কিছু একটা বইলা দিলেই হইল? এখন টাকা খরচ কইরা যদি তারা কৃষ, রোবট, রা-ওয়ান এইসব থার্ড ক্লাস মুভি বানায় তাইলে কি করার আছে?
আছিফুর রহমান বলেছেন: বলিউডের মুভি জোকসের সেরা বিনোদন। এটা কইরাই তো এই ইন্ডাস্ট্রি টিকা আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬
পেইচিং বলেছেন: আসলেই তো, বাংলাদেশি মুভিতে কি আছে? গত বিশ বছরে কয়টা ভালো ছবি বেরিয়েছে?
যেগুলো ভালো হয়েছে, হলে দর্শক টেনেছে, সবগুলোই চলচ্চিত্র তারকাদের ছাড়া। জয়া আহসান, তিশা, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম...... এরা হলে দর্শক টেনেছে। চাকিব খান'রা না।
আর কিছু ছবি (নিন্দুকেরা বলে বিকল্প ধারার) শুধু প্রদর্শনীতেই চলে...টিভিতে মুক্তি পায়। কিন্তু আলোচিত।
এর বাইরে কি?