![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহরটা ক্লান্ত আজ
তোমায় কাছে না পেয়ে
শহরটার মন খারাপ আজ
তোমায় না পেয়ে অনুভবে
অজানা অচেনা অদেখা রাস্তায়
হেটে যাও আনমনে
কবি মনের কিশোর ছেলেটা
যায় তোমার পিছনে পিছনে
শহরটার আজ বিষন্ন মন
অস্থিরতা সারাক্ষন
শহরটার আজ সত্যিই মন খারাপ
তোমায় ভেবে আনমন
ঠাঁস বুনোটের ভীড়ে
অক্ষিগোলকের গোলকে
প্রতিচ্ছবি তোমার,
হ্নদয় পটে ভাসে ছবি
হ্নদয় টা অজানা অচেনার?
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
এম এ কাশেম বলেছেন: সুন্দর..................।
অনেক শুভ কামনা