![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিন্দি শোলে মুভিটির নাম অনেকেই শুনে থাকবেন । ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এ ছবিটিকে অনেকে ভারতের সর্বকালের সেরা ছবি বলে থাকেন। ছবিটিতে অভিনয় করেন, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র,হেমা মালিনী এবং আমজাদ খান।
১৯৭৮ সালে বাংলাদেশে মুক্তি পায় "দোস্ত দুশমন" ছবি। শুনেছি ভারতের ফিল্ম সোসাইটির অনুমুতি নিয়েই ছবির পরিচালক দেওয়ান নজরুল ইসলাম এই ছবিটি "শোলে" এর আদলে তৈরি করে থাকে।
অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র এর জায়গায় অভিনয় করেন যথাক্রমে সোহেল রানা এবং ওয়াসিম। হেমা মালিনীর জায়গায় অভিনয় করেন শাবানা। আর আমজাদ খানের জায়গায় অভিনয় করেন জসিম।
আমার আব্বু বলেন শোলে তে অভিনয় করা আমজাদ খানের থেকেও বাংলাদেশে জসিমের অভিনয় সুন্দর হয়েছিলো। ছবিটিতে জসিম থাকেন ভয়ংকর ডাকাত গাফফার এর চরিত্রে। তার এই চরিত্র এতই ভয়ংকর হয়েছিলো যে হলে থাকা প্রায় দর্শকই ভয়ে কেদে উঠে (উল্লেখ্য আমার আব্বু তৎকালীন সময়ে এই ছবিটি হলে গিয়ে দেখেন)।
যাই হোক। কথাগুলো বলার কারন আজ ইউটিউবে অনেক খুজে ছবিটি পেলাম। যদিও এক পার্টে পাই নাই। দুই পার্টে ভাগ করা।
বিঃদ্রঃ এটি কোন মুভি রিভিও নয়। যাস্ট লেখার ইচ্ছে হলো বলেই লিখলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: দোস্ত দুশমন বাংলা সিনেমায় এক উলেখ্য যোগ্য নক্ষেত্র।