নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

ছেলেঃ কি করো তুমি?

মেয়েঃ এইতো ঢাকা মেডিকেল থেকে MBBS কমপ্লিট করলাম । কিছুদিন পর U.S যাবো PHD করতে । তুমি কি করো?



ছেলেঃ জীবন উপভোগ করি ।

মেয়ে কীভাবে?



ছেলেঃ নিজের মত করে ।

মেয়ে: নিজের মত'টা কি?



ছেলেঃ এইতো কাঁশফুলে ঘুরে বেড়াই । শীতকালে সর্ষেক্ষেতে হেটে বেড়াই । ব্যাস্ত শহরে একা একা হাটি । খালি পায়ে শিশিরের মধ্য দিয়ে হাটি । ইত্যাদি ইত্যাদি ।

মেয়েঃ এসব করে কী পেট ভরবে?



ছেলেঃ কিন্তু মন তো ভরে ।

মেয়েঃ মন ভরানো কি খুব জরুরী?



ছেলেঃ হ্যা ।

মেয়েঃ কেনো জরুরী ?



ছেলেঃ কারন আমি উপভোগ করি ।

মেয়েঃ কী উপভোগ করো?



ছেলেঃ জীবন উপভোগ করি :)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯

মুনেম আহমেদ বলেছেন: মেয়েঃ এসব করে কী পেট ভরবে?
ভবঘুরে প্রেমিক দেল জন্য সবচেয়ে মারাত্নক প্রশ্ন। ;-(

কথোপকথন ভাল লাগল পাইলট। :-)

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

পদ্মা_েমঘনা বলেছেন: ভাল লেগেছে ভাই।ধন্যবাদ।

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

বেলা শেষে বলেছেন: এইতো কাঁশফুলে ঘুরে বেড়াই । শীতকালে সর্ষেক্ষেতে হেটে বেড়াই । ব্যাস্ত শহরে একা একা হাটি । খালি পায়ে শিশিরের মধ্য দিয়ে হাটি । ইত্যাদি ইত্যাদি ।
মেয়েঃ এসব করে কী পেট ভরবে?

Brother Respect & Salam to you- your writing is real situation of my own.Beautiful- Thank you.

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দোয়া করবেন। :)

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

জনাব মাহাবুব বলেছেন: ছেলেটি সারাজীবন ঘুরেই যাবে।

আর মেয়েটিই তার লাইফ বানিয়ে নিবে।

একসময় মেয়েটি হবে দামী আর ছেলেটি হবে কম দামী :D :D :D

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এবং ছেলেটার এতে কোন আহ্মেপ নেই। :)

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খারাপ কি , ভালই ত

১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :)

৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

মহিদুল বেস্ট বলেছেন: Enjoy!

৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

বেলা শেষে বলেছেন:
ঠেলাগাড়ির পাইলট লেখক বলেছেন: দোয়া করবেন। :) আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

মামুন রশিদ বলেছেন: সব প্রাণিই কোন না কোন ভাবে পেট ভরে । কিন্তু জীবন উপভোগ করতে পারে একমাত্র মানুষই । তাই প্রতিটা মানুষের জীবন উপভোগ করা উচিত, নিজের মত করে ।

ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.