![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে অংক শিখবে আমার কাছে?
পাটিগনিত বীজগনিত প্রফুল্লভাবে বুঝবে
জ্যামিতির নকশাগুলো ছন্দ হয়ে
আমার বুকে
কম্পাসের কাঁটার মত
বৃত্ত একে যায় চারপাশে
মেয়ে অংক শিখবে আমার কাছে?
ব্যাস ব্যাসার্ধের সংঙ্গাগুলি
সংঙ্গাতে নেই আর
ইরেজার দিয়ে যায় না মোছা
বৃত্তের চারিধার
মেয়ে অংক শিখবে আমার কাছে?
ত্রিকোনমিতির কোন গুলো
ধারালো হয়েছে আরও
কিউপিডের তীরের ফলা
নস্যি মনে হয় আমারও
মেয়ে অংক শিখবে আমার কাছে?
পরিমিতির সূত্রগুলো মিত্র হয়েছে তোমার
সমস্যাতে পড়েছি আমি
শত্রু হয়েছে আমার
মেয়ে অংক শিখবে আমার কাছে?
আর্কিমিডিসের মত হয়তো বুঝাতো পারবো না
করবো না ল.সা.গু কিংবা গ.সা.গু
সম্পাদ্য উপপাদ্য বুঝাবো না তোমায়
বুঝাবো যে প্রেমপাদ্য
মেয়ে অংক শিখবে আমার কাছে?
১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কয়েকদিন পর বায়োলজি শিখামু
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
অদিব বলেছেন: দারুণ লাগলো!!! +++++++++