নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

আমি আর কারও প্রেমে পড়ি না

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১০

আমি আর কারও প্রেমে পড়িনা

পড়িনা না কোন অস্টাদশীর মায়াজালে

আমি আর কারও প্রেমে পড়ি না



একবার প্রেম এসেছিলো

ঠিক যেভাবে আসে বসন্তে গাছের প্রানোল্লাস

এইভাবেই প্রেম এসেছিলো আমার জীবনে



প্রেম এসেছিলো তারই মত করে

আমাকে না জানিয়ে

যখন চলে গেলো বিন্দুমাত্র টের পেলাম না

রেখে গেলো তার গোলাম করে

তাকে জানিনা চিনিনা

কিন্তু জেগে থাকি তার অনুভবে

তার স্পর্শে মুগ্ধ হতাম

হতাম তার প্রেমে মাতাল



একদিন সে চলে গেলো

ঠিক যেভাবে গ্রীশ্মের কারনে চলে যায় বসন্ত

বসন্তের প্রানোল্লাসের ফলে গাছে গাছে আজ নানারকম ফল

কিন্তু আমার সে চলে যাওয়াতে আমার আকাশে আজ কালবৈশাখী দুর্যোগ



অনেকদিন কেটে গেছে

আমি আর কারও প্রেমে পড়ি না

পড়বো কি করে?



সে চলে গেছে

সাথে নিয়ে গেছে আমার সব আবেগ,অনুভুতি ভালোবাসা

আমি আর কারও প্রেমে পড়ি না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

মধু নদীর জোলা বলেছেন: সুন্দর ++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.