নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা হলিউডের সর্বকালের সেরা কয়েকটি চরিত্র। প্রথম পর্ব।

১২ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৪

জোকার ব্যাটম্যান সিরিজের যে পার্টে অভিনয় করে তার নাম,"ব্যাটম্যান দা ডার্ক নাইট"। জোকারের আসল নাম, হিথ লেজার। এই মুভিতে সে কেমন অভিনয় করে তা যদি কেউ এই মুভি না দেখে তবে বলে বুঝানো অসম্ভব।

পুরো মুভিটি সে মাতিয়ে রাখে একাই। পুরো মুভিতে তার পাগলামি দেখে দর্শক অবাক হয়ে গিয়েছে। সে হাস্যরসের মাধ্যমে যে কতটা ভয়ংকর অভিনয় করেছে বলার বাহিরে।

এই মুভিতে তার বলা কয়েকটা ডায়ালগ আজও মানুষের মুখেমুখে ফিরে যায়।

সে এই মুভিতে কতটুকু ভালো অভিনয় করেছে তা বুঝা যাবে ছোট্ট একটা পরিসংখ্যানে, এখন পর্যন্ত অস্কারে দুজন মাত্র ব্যাক্তি মরণোত্তর সম্মাননা পেয়েছে তার একজন এই জোকার ।



আর সে এই ছবিতে অভিনয় করে সারা বিশ্ব থেকে সর্বমোট ৫০ টি পুরস্কার পায় ।



তবে দুঃখের ব্যাপার সে সব পুরস্কার পায় মৃত্যুর পর। মরনের সময় তার বয়স ছিলো মাত্র ২৮ । মৃত্যুর কারন অত্যাধিক ড্রাগস নেয়া। মুভিটি রিলিজ পাবার ছয় মাস আগেই সে মারা যায়।





এই মুভিতে তার সব থেকে বিখ্যাত ডায়ালগ হচ্ছে, "হোয়াই সো সিরিয়াস"।

ডায়ালগটি বলার কারনঃ

ব্রুস ওয়েন মানে ব্যাটম্যান এর এক পার্টিতে জোকার হামলা করে। সেইখানে ছিলো ব্যাটম্যান যাকে পছন্দ করে র‍্যাচেল।

সেই র‍্যাচেলের গলায় জোকার ছুড়ি ধরে তখন র‍্যাচেল ভয় পেয়ে যায়।

সেই ভয় দেখে জোকার বলা শুরু করে এক কাহিনি,"আমার বাবা ছিলো মধ্যপায়ী। সে প্রতিদিন মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরতো। একদিন সে রাতে মাতাল হয়ে বাড়ী ফিরলো। আমার মা অত্যান্ত রেগে গেলো। তখন আমার মা রেগে গিয়ে রান্নাঘর থেকে ছুড়ি নিয়ে আসলো বাবাকে আঘাত করার জন্য। তখন আমার বাবা আমার মায়ের থেকে ছুড়ি ছিনিয়ে নিয়ে আমার মায়ের গলায় পোচ দিলো। আমার সামনে আমার মাকে আমার বাবা মেরে ফেললো। তখন আমি কান্না করছিলাম। এই দেখে আমার বাবা আমার কাছে এসে বলে হোয়াই সো সিরিয়াস?"





জোকারের আরও অনেক কাহিনী আছে এই মুভিতে। যদি হলিউডের সর্বকালের ভিলেন এর তালিকা করা হয় তবে জোকার এই তালিকার উপরের দিকেই থাকবে।

যারা মুভিটি দেখছেন তারা তো দেখেছেনই।

যারা এখনো এই মুভিটি দেখেন নি। মিস করবেন না।

আর হ্যা মুভিটা IMDB টপ রেটিং এর চার নম্বরে আছে।





তথ্যসূত্রঃ google,imdb,wikipedia

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.