নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আপকামিং সাইন্স ফিকশন মুভি।

৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

বাংলাদেশি একটা আপকামিং মুভির ব্যাপারে আজ জানাবো আপনাদের। :)



বাংলাদেশে সম্ভবত এই প্রথম এই টাইপের মুভি বের হচ্ছে। imdb তে গিয়ে দেখলাম মুভির Genres দেয়া "Actio,sci-fi,Thriller"।



মুভিটির নামঃ পরবাসিনী ।

রিলিজ পাবার ডেটঃ ২৯ জুলাই-২০১৪।

পরিচালনা করেছেনঃ স্বপন আহমেদ।

অভিনয় করছেনঃ মেহজাবিন,নিরব,ঈমন সহ আরও অনেকে।

মুভিটা কেমন হবে জানিনা। বাট পোস্টার দেখে মাথা ঘুরে যাবার দশা। বাংলাদেশের কোন মুভির পোস্টার এতো সুন্দর হতে পারে তা আমার ধারনা ছিলো না। প্রথম দেখায় ভেবেছিলাম এটা হলিউডের কোন মুভি মেবি।



কাহিনী সার সংহ্মেপেঃ তেজস্ক্রিয়তার কারণে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে। মানুষের বসতির জন্য একটি নিরাপদ গ্রহ খুঁজে বের করার জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। আর এতে সাফল্য অর্জন করে বাংলাদেশ। নভোচারীরা আবিস্কার করে মানব বসতির জন্য আদর্শ গ্রহ ‘এরিস-৩২’। দূষিত পৃথিবী থেকে মানুষেরা ‘এরিস-৩২’ গ্রহে বসতি গড়ার পরিকল্পনা করে। মানুষের এই পরিকল্পনা জানতে পারে ভিনগ্রহের প্রাণীরা। তারা মানুষের মহাকাশ প্রযুক্তি ধ্বংস করার মিশন নিয়ে পৃথিবীতে আসে। এ মিশনে নের্তৃত্ব দেয় মেহেজ নামের এক মেধাবী এলিয়েন। মানুষের স্যাটালাইট প্রযুক্তি ধ্বংস করার খুব কাছাকাছি পৌছে মেহেজ প্রেমে পড়ে যান পৃথিবীর এক তরুণের। [কাহিনী উইকি থেকে কপি করা]



এই মুভি শুটিং করা হয়েছেঃ

ফ্রান্স

সুইজারল্যান্ড

বেলজিয়াম

জার্মানি

ইতালি

এবং অবশ্যই

বাংলাদেশে। ♥



রিলিজ পেলে সবাই একসাথে দেখবেন আশা করি। :)



এগিয়ে যাক বাংলা মুভি। :)



তথ্যসুত্রঃ উইকি,আইএমডিবি।



কোন ভুলত্রুটি হলে হ্মমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। :)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৬

নিয়ামুল ইসলাম বলেছেন: ওই ছেবলা আর অর সাথের ওর জাতীয় কিছু কুলাঙ্গারকে এই ইন্ড্রাস্টি থেকে চিরতরে বের করে দিলেই অনেকখানি পথ এগিয়ে যাবে বাংলা ছবি।

২| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: জেনে ভাল লাগল, ছবি মুক্তির অপেক্ষায় থাকলাম ।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮

কেএসরথি বলেছেন: ইন্টারেস্টিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.