![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হারিয়ে যাবো
কালের অতল গহ্বরে
একদিন আমি হারিয়ে যাবো
ইচ্ছে করে
একদিন আমি হারাবো
দূর আকাশের নীল অজানায়
একদিন আমি হারাবো
মাপরেখা ছাড়া সীমানায়
সত্যিই হারাবো আমি
তোমায় বা তোদের ছেড়ে
ফিরতে চাইলেও সেখান থেকে
আসা যাবে না ফিরে
হয়তোবা একদিন ফিরবো
উত্তপ্ত রোদেলা দুপুরে
কিংবা বৃষ্টি ঝড়া সন্ধ্যেতে
হয়তোবা ফিরবো যখন
গোধুলি মিলবে ঐ আকাশে
কিংবা
আকাশের কালো মেঘ কেটে
যখন
ধরনী উজ্জ্বল হবে আলোতে
হ্যা ফিরবো
একদিন আমি
সত্যিই ফিরবো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!! ভালো লেগেছে।