নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

হুমায়ন আহমেদের ৬৩টি বই একত্রে।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০

হুমায়ন আহমেদ আমাদের অনেকেরই প্রিয় লেখক। বাংলাদেশের এমন কোন মানুষ পাওয়া যাবে না যে কিনা হুমায়ন আহমেদের নাম শুনে নাই।

হুমায়ন আহমেদের সবথেকে বড় গুন ছিলো লেখাগুলিকে সহজবোধ্য ভাবে সকলের কাছে পৌছানো। তার লেখা সবাই বুঝতো।

তাছাড়া উনি পরিচালক হিসেবেও ছিলেন সফল। যে কারনে তার নাম বাংলাদেশের একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে সমাজের উচু মাথা'রা পর্যন্ত জানে।

অনলাইন ঘেটে ওনার বেশ কিছু পিডিএফ বই সংগ্রহ করেছিলাম

একদিন খেয়াল করে দেখলাম প্রায় ৬৪টি বই জমা হয়েছে।

একেবারে কম নয়।

ওনার ৬৪টি বই জিপ আকারে এক ফাইলে রেখে আপলোড দিলাম।

পড়তে ইচ্ছে হলে নামিয়ে নিতে পারেন।

ফাইলের সাইজ প্রায় ৩৮০মেগাবাইট ।

জিপ ফাইল পাসওয়ার্ড দেয়া।

পাসওয়ার্ড চাইলে দিবেনঃ hridoyehumayun

ধন্যবাদ সবাইকে।





বিঃদ্রঃ প্রতিটা বই অনলাইনে নানা সাইট থেকে কালেক্ট করা।

এতে আমার নিজস্ব কোন ক্রেডিট নেই।

ক্রেডিট সেই সকল সাইট এবং সেই সকল মানুষদের যারা কস্ট করে বইগুলো PDF এ রুপান্তরিত করেছেন।

বইগুলো নামাতে Book লেখাটিতে ক্লিক করুন।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৪

শরৎ চৌধুরী বলেছেন: লিংক এরর দেখায়।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ই ভাই আমিতো নামাইতে পারতেছি। :-/

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অফিসের লাইন ব্যাবহার করতে হবে। আর বাসা দিয়ে করলে রাত্রে বেলা। ধন্যবাদ।

২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: স্বাগতম ভাই। :-B

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

শরৎ চৌধুরী বলেছেন: এইবার ঠিকাছে।

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।

৪| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

শুঁটকি মাছ বলেছেন: ডাউনলোড দিলাম :)

২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :D

৫| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩

উৎস১৯৮৯ বলেছেন: Error (509)
This account's public links are generating too much traffic and have been temporarily disabled!

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ঠিক হয়েছে। ডাওনলোড করুন।

৬| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯

সোহানী বলেছেন: Error (509)..........

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ঠিক হয়েছে। ডাওনলোড করুন।

৭| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭

ছাইচাপা আগ্নেয়গিরি বলেছেন: গ্রেট !! :)

৮| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: সংগ্রহে রাখলাম।



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৯| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

মাসুম রুবেল বলেছেন: Error (509).......... এটা কেন আসতেছে

১০| ২০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭

মাসুম রুবেল বলেছেন: Error (509)
This account's public links are generating too much traffic and have been temporarily disabled!

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ঠিক হয়েছে। ডাওনলোড করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.