নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বাবা

২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

আমার বন্ধু বান্ধবেরা জানে আমার বাবা-মা কত্তটা ভালো। আমার কাছের বন্ধুরা মাঝে মাঝে আফসোস করে বলে,ইশ তোর বাবা-মার মত যদি আমার বাবা মা হতো।

আমি আসলেই সৌভাগ্যবান।

এক্সাম খারাপ হয়েছে। রাতে আব্বু বাসায় আসলো পর জিজ্ঞেস করলো,বাবা তোমার এক্সাম কেমন হয়েছে?

আমি বললাম, ভালো না আব্বু। অসম্ভব খারাপ হয়েছে। আমি কি করবো বলুন? পরিস্থিতি আমার উলটো।

আব্বু বললো,থাক বাবা মন খারাপ করো না। আল্লাহ ভরসা। আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন। বিশ্বাস রাখো নিজের উপর। :) তাছাড়া এই প্রশ্ন ফাসের যুগে তোমার মেধার পরিমাপক এই এক্সাম না। :) আত্ববিশ্বাস রাখো নিজের উপর। তুমি পারবে। রেজাল্ট ভালো না করেই বরং পৃথিবীতে কিংবদন্তী হওয়া যায়। নিজে যতটুকু পারো ততটুকুই পড়ো। এর বেশী চাপ না নেয়াই ভালো। চাপ নেবারও একটা বয়স আছে। নিজের স্বপ্নের পিছনে দৌড়াও বাবা।

আমরা তোমার পাশে আছি।



আমি হতবাক। এত্ত ভালো লাগছিলো যে চোখে পানি আসার জোগাড়।



মাঝে মাঝেই পত্রিকাতে দেখি,পড়ালেখার চাপ সইতে না পেরে কিশোর-কিশোরীর মৃত্যু। আমার পরিচিত কয়েকটা বন্ধু বান্ধবী আছে ।

বন্ধুকে তার বাবা-মা বলে, যদি ইঞ্জিনিয়ারিং না পড়তে পারো আর ইন্টারে গোল্ডেন না পাও তাহলে বাসা থেকে বের করে দিবো।

বান্ধবীকে তার বাবা মা বলে, যদি মেডিকেলে চান্স না পাও তাহলে বিয়ে দিয়ে দিবো।



কী পরিমান চাপ তাদের উপর কল্পনার বাহিরে। কিছু কিছু বন্ধু মাঝে মাঝে কান্না করে এতো চাপের কারনে। কস্টের কথা বলে।

অন্যদিকে আমার আব্বু আমাকে উৎসাহ যোগায়,সাহস দেয়। :)

আমি আসলেই ভাগ্যবান।



ভালোবাসি আব্বু। :)

কখনই মুখ ফুটে বলা হয়নি কথাটা। :)

আপনাকে খুব ভালোবাসি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। আপনি ভাইয়া ভাগ্যবান। আহা! আমার মা বাবাও যদি এমন হতেন =p~ :(

৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আপনি এমন মা হবেন যেনো আপনার সন্তান নিজেকে সৌভাগ্যবান মনে করেন। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.