নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

তোমার শহর

০৫ ই মে, ২০১৪ রাত ১২:২৭

তোমার শহরটা আমার খুব প্রিয়



তোমার বাড়ী



তোমার চিলেকোঠা



তোমার ছাদ কিংবা



একচিলতে বারান্দা















তোমার শহরে প্রায়ই যাই



বসে থাকি



আড্ডা দেই



বন্ধুদের সাথে টং দোকানে বসে



উল্লসিত হই নানা বিষয়ে



চেয়ে থাকি সেই



জনব্যাস্ত রাস্তার মাঝখানে















হাজার হাজার মানুষ



কিংবা লাখো ছাড়িয়ে



ইতিউতি করে খুঁজে বেড়াই



লম্বা কেশের তোমাকে











আমাকে এখন চেনো না



কিংবা করো না চেনার ভান



বসন্তে তোমার একচিলতে বারান্দায় বসে থাকা চড়ুইটি



করে আমার গান











শুনে দেখো তুমি



কিংবা খেয়াল করো



বারান্দার চড়ুই,গাছের ডালের কোকিল কিংবা



বৃদ্ধ ল্যাম্পপোষ্টের কাক



সবার ডাকের ভিন্নতা আলাদা তবে



আহবান আমার















প্রকৃতির সবই আমার হয়ে



বুঝাতে চায় তোমায়



তুমি বুঝলে না শুধু



কস্ট দিয়ে গেলে আমায়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৪০

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: আহারে এএ :(

১১ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ওহোরে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.