![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এমন এক পরিবারের ছেলে যে পরিবারের 'মা' কে প্রতিদিন ভোরে উঠে সকালের নাস্তায় আলুভাজি না আলুভর্তা করতে হবে তার চিন্তা করতে হয় ।
আমি এমন এক পরিবারের ছেলে যে পরিবারের 'মা' কে প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমান টাকার মধ্যে বাজার সারতে হয় । বাজার সেরে দুপুর দেড়টার মধ্যে রান্না শেষ করতে হয় ।
আমি এমন এক পরিবারের ছেলে যে পরিবারের 'মা'য়ের কাছে সংসারের বড় ছেলেটি প্রতিদিন ঘ্যানর ঘ্যানর করে "মাগো বিশটা টাকা দাও না" বলে । কিংবা "মা ওই দোকানে একটা গেন্জি দেখেছি ২০০টাকা দাম" কথাটি বলার পর টাকা চাইবার সাহস পায় না । কিন্তু 'মা' ঠিকই তার জমানো টাকা থেকে ২০০টাকা দেয় ।
আমি এমন এক পরিবারের ছেলে যে পরিবারের 'মা'য়ের কাছে মেঝ কিংবা ছোট ছেলেটি আবদার ধরে মা চটপটি খাবো বলে । মা হাসিমুখে নিজে পান খাবার টাকা থেকে দিয়ে দেয় ।
আমি এমন এক পরিবারের ছেলে যে পরিবারের 'মা' প্রতিদিন সবার আগে ঘুম থেকে উঠে প্রতিদিন রাতে সবার পরে ঘুমুতে যায় রাতের খাওয়া থালা-বাসন মেজে ।
আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে । এই পরিবারের ছেলেরা তার মাকে কখনই মুখ ফুটে বলতে পারে না,"মাগো তোমায় খুব ভালোবাসি মা । খুব"।
তাই আমিও বলতে পারিনি ।
তাই বলে মায়ের প্রতি ভালোবাসা এক বিন্দু কম নেই ।
শুধুমাত্র একটি দিনে মা কে ভালোবাসতে চাইনা ।
সারাটা বছর ,সারাটা মাস ,সারাটা দিন ,সারাটা ঘন্টা, সারাটা মিনিট ,সারাটা সেকেন্ড মাকে ভালোবাসতে চাই ।
মা শব্দ শুনলে আমার মনে একটা গান ভেসে আসে । তা হলো,"মা গো তুমি ,আমার আগে যেয়ো নাগো চলে"।
শুভ মা দিবস ।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪
ঠেলাগাড়ির পাইলট বলেছেন:
২| ১১ ই মে, ২০১৪ রাত ১০:২৭
ইউসুফ জাহিদ বলেছেন: আমার মামনি নেই।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আল্লাহ তাকে বেহেশত নসীব করুক
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০৫
নীল জোসনা বলেছেন: পৃথিবীর সকল মায়ের জন্য ভালোবাসা ।