নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

যেমন কর্ম তেমন ফল ।

১৮ ই মে, ২০১৪ রাত ১১:১৬

আমাদের পরিচিত এক টেইলার শপ আছে। অনেকদিনের পরিচিত। আমাদের যত প্রয়োজন পড়ে সব তাদের দোকান থেকেই করি। কিন্তু লোকটা অনেক ছ্যাঁচড়া।

খালি ঘুরায়। একটা পোশাক দিয়ে রাখলে আজ না কাল ,কাল না পরশু এমন করতে করতে সপ্তাহ কিংবা মাঝে মাঝে দুই সপ্তাহ ও পার করে ফেলে।

বাসার সবাই মেজাজ গরম করলেও কিছু বলে না কারন পরিচিত।

তো গত মাসে আমার একটা প্যান্টের কিছু কাজ করাতে হবে। আমি করছি কি ওই লোকটারে প্যান্ট দিয়া আসছি ।

প্যান্ট দিয়া আসার সময় কইছি,আংকেল আর্জেন্ট আজকের মধ্যেই লাগবে।

সকালে প্যান্ট দিয়া আসছি। বিকেলে খোজ নিতে গেলাম কাজ হয় নাই। কইলাম এখনই কইরা দেন।

উনি আমার সামনে প্যান্ট হাতে নিয়া কাজ শুরু করলো।

কাজ যখন শেষের দিকে তখন আমি কই,আংকেল আসতেছি।

এই কইয়া বাসায় আইসা পড়লাম।

তারপর দিন তার দোকানের সামনে দিয়া যাইতেছি।

উনি কয়, এই প্যান্টের কাজ শেষ নিয়া যাও।

আইতাছি কইয়া ভাগলাম।

একদিন গেলো দুইদিন গেলো এক সপ্তাহ পার হইয়া গেলো। প্যান্ট আনতে আর যাই না। =D

দেখতে দেখতে এক মাস পার হইয়া গেছে। অহন ও প্যান্ট আনতে যাই নাই। =D

পরশু দিন আমার আব্বুরে দেইখা ডাক দিয়া কয় ভাই আপনার ছেলের প্যান্ট আমার কাছে নিয়া যাইতে কইয়েন।

আমি আর যাই নাই। =D

চিন্তা করছি ১৫/২০ দিন পর যামু। =D

শালা খালি মানুষেরে ঘুরাও। এইবার বুঝো কেমন লাগে?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৬

রাজ হাসান বলেছেন: B-) B-) B-) B-) B-) মজা লাগে।

১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আমারও লাগে ;)

২| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৮

স্রাবনের রাত বলেছেন: কঠিন একটা কাজ করেছেন ভাই

১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: জ্বী আমারও তাই ধারনা। B-)

৩| ১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৭

হেডস্যার বলেছেন: :D আপনের মাথায় তো মেলা বুদ্ধি

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: রাইতে বালিশের তলায় বুদ্ধি থুইয়া ঘুমাই

৪| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: এহন কি নেংটা ঘুড়েন? :D

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৫

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: মজা নেন ভাউ? X(

৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

bakta বলেছেন: করেছো কি ভাই ঠেলাগাড়ী
এ তো চোরের উপর বাটপারী
কেমনে করেছো নাকাল,
যেমন কর্ম তেমন ফল
রস না গড়িয়ে পড়ছে জল
আম তো নয় সে মাকাল।

২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.