![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Shawshank Redemption
imdb retting: 9.2 . Out of 10 .
imdb link: http://www.imdb.com/title/tt0111161/
Torrent Download link: Click This Link
আসলে এই মুভিটি নিয়ে কিছু লেখার মত সাহস করাটাই ভুল। মুভিটি নিয়ে হাজার হাজার সম্ভবত লক্ষ রিভিও হয়েছে সারা বিশ্বে। তবুও প্রিয় একটি মুভি নিয়ে কিছু না লিখে থাকতে পারলাম না।
মুভিটি শুরু হয় ডুফ্রেইন নামক এক ব্যাংক কর্মকর্তার করা একটি খুনের বিচার দিয়ে। মিঃ ডুফ্রেইন এর যাবজ্জীবন কারাদন্ড হয় নিজের স্ত্রীকে হত্যা করার জন্য।
পুরো মুভিটি গল্পাকারে বলতে থাকে মিঃ রেড ।
জেলখানাতে অসহনীয় কস্টকর জীবন শুরু হয়। কিন্তু ডুফ্রেইন ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয় । অন্যান্য প্রবীন আসামীরা ডুফ্রেইনকে দেখে অবাক হয়।
জেলখানার কস্টকর ব্যাপারগুলোর মধ্যে থাকে প্রচন্ড মার,খাওয়া দাওয়া কস্ট,দীর্ঘদিন নারী সান্নিধ্য না পেয়ে আসামীদের সমকামী হয়ে যাওয়া।
এরই সাথে মুভিতে দেখা যায় জেলখানার আসল রূপ এবং দুর্নীতিপরায়ণ বিষয় গুলো।
প্রথম দিকে লেখার সময় দেখলাম এই মুভিতে স্পয়লার বলার মত কিছুই নেই। কিন্তু পরে চিন্তা করা দেখলাম শেষে ডুফ্রেইনের পড়িনতিটাই স্পয়লার।
তাই তার পরিনতিটা নাইবা বললাম।
মুভিটি কেমন তা বলতে গেলে আসলে বিশেষণ হারিয়ে ফেলি। অসাধারন,সুন্দর,অসাম,মুগ্ধকর এইসব শব্দ দিয়ে আসলে এই মুভিটিকে বিচার করা যায় না।
মুভিটি দেখলে বুঝতে পারবেন।
১৯৯৪ সালের এই মুভিটি সাতটি বিভাগে অস্কার মনোনয়ন পায়।
মিঃ রেড চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারে মনোনয়ন পান মরগান ফ্রীম্যান।
ডুফ্রেইন চরিত্রে অভিনয় করেন টিম রবিনসন।
হলিউডের মুভির পোস্টার অনেক বিখ্যাত। কিন্তু এই মুভির পোস্টারের মাঝে যে কত কিছু আছে তা মুভি দেখার পর বুঝেছি।
মুভির সাথে মুভির পোস্টারের এমন খাপ খাওয়া হলিউডে এর আগে দেখিনি।
আর এই মুভিটির imdb রেটিং ৯.২ । যা ইতিহাসের সেরা রেটিং ।
অধিকাংশ মুভি প্রেমিকেরই মুভিটি দেখা। তবুও যারা এখনও দেখেননি তাদের বলবো হাতের যত কাজ আছে সব ফেলে বস এপড়ুন। নাহলে দেরী হলে পড়ে বলবেন,"ইশ আগে কেনো দেখলাম না"।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ভাইজান একবার দেখলেই বুঝবেন ।
২| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৪৯
নাভিদ কায়সার রায়ান বলেছেন: সত্যিই দারুন মুভি।
১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৩
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: মন ছুয়ে গিয়েছে
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ ভোর ৫:৪০
ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: "ইশ আগে কেনো দেখলাম না"।