নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

Django Unchained রিভিও

০২ রা জুন, ২০১৪ রাত ১০:১৩

Django Unchained (2012)



imdb Rate: 8.5/10

Torrent Download Link: Click This Link



x264-yify-t7243421.html





imdb টপ ২৫০ এর মধ্যে ৫১ নম্বরে আছে মুভিটি।

মুভিটি ১৮৫৮ সালের পটভূমিতে সাজানো। যখনকার সময়ে আমেরিকাতে কৃষ্ণাঙ্গদের নীচু দৃষ্টিতে দেখা হতো। শ্বেতাঙ্গরা তাদের নানাভাবে নির্যাতন করতো।

দাসপ্রথা তখন ছিলো প্রবল।

১৮৫৮ সালে একদল কৃষ্ণাঙ্গদের নিয়ে যাওয়া হয় দাসপ্রথার জন্য । পথিমধ্যে ডাঃ কিং সুলজ নামের এক ডেন্টিস্ট জাঙ্গ(Dajngo) নামের এক



কালোকে নিজের সাথে নিয়ে যায়।

পরবর্তীতে জানা যায় সুলজ একজন বাউন্টি হান্টার। (উল্লেখ্য যে বাউন্টি হান্টার তাদের বলা হয় যাদের সরকার নিযুক্ত করেন কিছু আসামীদের হত্যা করার



জন্য। যে আসামীরা ফেরারী এবং মানুষদের চোখে ধুলো দিয়ে জীবন ধারনে সক্ষম) ।

নানাভাবে সুলজ জানতে পারে জাঙ্গ এর স্ত্রী এক শ্বেতাঙ্গের বাড়ীতে বন্দী জীবন কাটাচ্ছে। যেখানে আছে অমানুষিক নির্যাতন ।

সুলজ অন্যান্য শ্বেতাঙ্গদের মত ছিলো না। সে কালোদের নিয়ে দাসপ্রথা সমর্থন করতো না। সুলজ জাঙ্গকে নিজের সহকারী বলে পরিচয় দেয়। এবং নিজের



সাথে কাজে জড়িয়ে নিয়ে প্রাপ্য অর্থ দেয় জাঙ্গকে ।

জাঙ্গ এর স্ত্রী বন্দী থাকে ক্যাপ্রিওর বাড়ীতে ।

এখানে আমাকে যা অবাক করেছে যে ক্যাপ্রিওর মত অভিনেতা এই মুভিতে এই সময়ের জন্য অভিনয় করলো। আবার মুভিতে ক্যাপ্রিওর এটা প্রধান চরিত্র



না।

কিন্তু মুভি দেখে বুঝলাম ক্যাপ্রিওর কি জিনিস। মুভি শুরু হওয়ার এক ঘন্টা পার হবার পরও যখন ক্যাপ্রিওর দেখা পেলাম না তখন ভাবলাম এই মুভিতে কি



ক্যাপ্রিও সত্যি আছে কি না। অবশেষে এক ঘন্টা চার মিনিটের মাথায় ক্যাপ্রিওর দেখা পেলাম। ক্যাপ্রিওর লুকটা এবং ক্যারেক্টার ছিলো এক কথা অসাম।

ক্যাপ্রিও কে সবাই রোমান্টিক কিংবা একশন টাইপের চরিত্রে দেখে অভ্যাস্ত। কিন্তু এই মুভিতে ক্যাপ্রিওর চরিত্র একদম অন্যরকম। যা আমাকে মুগ্ধ করেছে।

বলা চলে ক্যাপ্রিও এই মুভির খলনায়কই। :p

মুভিতে ক্যাপ্রিওর উপস্থিতি মাত্র ৬৭ মিনিট। কিন্তু এই ৬৭ মিনিটে ক্যাপ্রিওর অভিনয় দেখার জন্য চোখের পলক ও ফেলতে পারিনি।

মুভিতে ক্যাপ্রিওর চরিত্রের নাম ক্যালভিন ক্যান্ডি। যে কালোদের নিয়া ব্যাবসা করে। ভয়ানক শাস্তি দেয় তাদের।

ক্যাপ্রিওর বাড়ীতে ডাঃ সুলজ এবং জাঙ্গ আসে নিজেদের কাজের ক্ষেত্র লুকিয়ে। নানা ঘটনায় এগিয়ে যায় মুভি।

আর কিছু বললে স্পয়লার হয়ে যাবে। তাই বললাম না। 3:)

২০১২ সালের এই মুভিটি পাঁচটি বিষয়ে অস্কারে মনোনয়ন পায় এবং দুইটি বিভাগে অস্কার জিতে নেয়।

দেখে ফেলতে পারেন। :)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: ভাল প্রিন্ট পাবার সাথে সাথেই দেখে ফেলি। গুড মুভি। আমি আবার ক্যাপ্রিও’র ভক্ত !! B-)

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আমি ভাই জনি ডেপের পাংখা :)

২| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৪৫

আহমেদ নিশো বলেছেন: দেখবো আশাকরি।

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ভালো লাগার গ্যারান্টি দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.