![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করবেন কিনা জানিনা বাংলা কিছু ছবি কিংবা গান শুনলে চোখের পানি এখনো আটকে রাখতে পারি না।
মান্নার আম্মাজান ছবিতে মান্নার আম্মাজানকে যখন ডিপজল গুলি করে। তখন মান্না খবরটা শোনার পর আইয়ুব বাচ্চু যে একটা সুরে সুরে একটা টান দেয়। সেই টান শুনলে চোখে পানি এসে পড়ে।
সব থেকে বেশী চোখে এসেছে বাপ্পারাজের মুভি কিংবা গান দেখে। আমার আম্মু বাপ্পারাজকে বলে,"ছ্যাকা কুমার"। -_-
আমি নিজেও এখন পর্যন্ত বাপ্পারাজের যতগুলো মুভি দেখেছি একটি মুভিতেও তার সাথে নায়িকার মিল পাইনি।
হয় মারা যাবে নাহলে দূরে সরে যাবে।
ইদানিং বাপ্পারাজের একটা গান শুনি আর চোখে পানি চলে আসে।
সন্তান যখন শত্রু ছবিতে রাজ্জাকের প্রথম স্ত্রী যখন মারা যায় তখন বাপ্পারাজকে রেখে যায়। রাজ্জাক আবার বিয়ে করে। নতুন মাকে বাপ্পারাজ অসম্ভব ভালোবাসে। নতুন ঘরে জন্ম নেয় ফেরদৌস। ফেরদৌসকে বাপ্পারাজ নিজের ভাইয়ের মতই দেখে।
রাজ্জাক মারা যায় এক সময়।
তারা একত্রিত থাকে। কিছু দুস্ট লোকের প্ররোচনায় ফেরদৌস বদলে যায়।
নিজের মাকে নিয়ে সম্পত্তি ভাগাভাগি করে চলে যায়।
যখন গরুর গাড়ীতে করে ফেরদৌস তার মাকে নিয়ে চলে যায় তখন বাপ্পারাজ গাড়ীর পিছে দৌড়ে দৌড়ে যায় আর
"আমার ভাগ্য বড় আজব যাদুগর, আমার ভাগ্য বড় আজব যাদুগর, ওসে এক নিমিষেই ভেঙ্গে দিল সুখেরই ঘর, আমার ভাগ্য বড় আজব যাদুগর. . . . . ."
এই গানটি গাইতে থাকে। তখন কেন জানি চোখের পানি ধরে রাখতে পারি না। :'(
ছবিটা আমার অনেক প্রিয়।
দেখেছেন কিনা জানিনা। বাট দেখতে পারেন। বলিউড হলিউডের যুগে পুরাতন বাংলা ছবি ভালো লাগবে কিনা জানি না।
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫১
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আরেকটি মুভি আছে প্রেমের সমাধি।
২| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৩৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: বাংলা এই ধরনের মুভি শেষ কবে দেখেছি মনে নেই।
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: অনেক সুন্দর একটি মুভি
৩| ০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:১৩
রাজিব বলেছেন: চাপা ডাঙার বউ আমারও বেশ ভাল লেগেছিল।
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৪
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ওটা ইউনিক একটা মুভি
৪| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৫
ডি মুন বলেছেন: বাপ্পারাজের 'চাপা ডাঙার বউ' সবচেয়ে প্রিয়। এছাড়াও জ্বিনের বাদশা , প্রেমের সমাধি ও অনেক ভালো লেগেছিলো সে সময়।
০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: প্রেমের সমাধিটা অনেক ভালো লেগেছিলো
৫| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৪
হাসান মাহবুব বলেছেন: লিংক দেন গানের।
৬| ০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আমার ভাগ্য বড় আজব জাদুঘর
নেন ভাইজান।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৮
আমি ব্লগার হইছি! বলেছেন: চাপা ডাঙার বউ ছবিতেও বাপ্পারাজের অভিনয় অনেক ভালো লেগেছে। আমার সাধ না মিটিলো আশা না পুরিলো গানটাও।
ঢাকা ৮৬ ছবি ও বাপ্পারাজের একটা প্রশংসনীয় কির্তী।