নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

Rush মুভি রিভিও

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩১





Rush(2013)



Imdb rate: 8.3

imdb link: Click This Link

Torrent Download link: Click This Link





Rush মুভিটি নির্দিষ্ট করে বলতে গেলে দুজন মানুষের। জেমস হান্ট এবং নিকি লাউডা নামক দুই ফর্মুলা ওয়ান রেস খেলোয়ারের উপর নির্মিত । তাদের প্রতিদ্বন্দ্বিতা ফর্মুলা থ্রী (ফর্মুলা ওওয়ান রেসে আসার আগে কয়েকটি ভাগে সেরা হয়ে আসতে হয় তেমন একটি বিভাগ হচ্ছে ফর্মুলা থ্রী) থেকেই।



জেমস হান্ট হচ্ছে উচ্ছল,প্রাণবন্ত,অহংকারী এক মানুষ। যে কিনা অবাধ সেক্স এবং পার্টি করে বেড়ায় শুধু।

একের পর এক মেয়ের সাথে বিছানা যাপন। মদ খাওয়া তার নিত্য সঙ্গী।



অপর দিকে নিকি লাউডা হচ্ছে জেমস হান্টের সম্পূর্ণ বিপরীত । রাতে দেরী না করে বাড়ী ফিরে যায়। ঠান্ডা মেজাজের মানুষ। একজন স্ত্রী। পৈতৃকভাবে প্রচুর টাকার মালিক হওয়া সত্বেও ভালোবেসে ফর্মুলা ওয়ানে রেসার হয়।



পুরো মুভিতেই জেমস হান্টের সাথে নিকি লাউডার তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখানো হয়ে থাকে।

খালি চোখে দেখলে জেমস হান্টকে বাজে মানুষ মনে হলেও জেমস হান্ট হচ্ছে ভিন্ন চিন্তাধারার এক মানুষ। যার ধারনা যে কয়দিন বাঁচবো আনন্দ করে বেড়াই।

শেষের দিকে এসে জেমস হান্টের জন্য কেন জানি মায়া অনুভব করি।

আর বেশী কিছু লিখলাম না। লিখলে স্পয়লার হয়ে যাবে।

সত্যি বলতে মুভিটি শুরু হওয়া থেকে কেন জানি ভালো লাগেনি। কিন্তু সময় পার হতে থাকে আর বাড়ে আমার উৎকণ্ঠা । অসম্ভব ভালো লেগেছে মুভিটি। দেখতে পারেন।

সময় অপচয় হবে না।

আর একটি কথা মুভিটিতে কিন্তু বেশ কয়েক জায়গায় সরাসরি অল্প সময়ের জন্য সেক্স দেখানো হয়েছে। এবং সেটা মুভিটির খাতিরেই।

জেমস হান্ট চরিত্রে অভিনয় করেছেন থর খ্যাত Chris Hemsworth

২০১৩ সালে রিলিজ পাওয়া এই মুভিটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য দুটো বিভাগে মনোনয়ন পায়।

imdb এর টপ-২৫০ মুভির মধ্যে এটি আছে ১৪৬ নম্বরে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: অতি প্রিয় একটা মুভি। সিনেমাটা দেখে F1 রেসিং এর ওপর আগ্রহ জন্মাইসিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.