নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

পাশের বাসার বাড়ীওয়ালার নাতনীর :D ছোট ভাইয়ের কিছু বিচ্ছিন্ন ছোটখাটো কার্যকলাপ

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

কারেন্ট নাই ।

বারান্দায় বইসা হাওয়া খাইতাছি । দেখি সাদিকুল(বাড়ীওয়ালার নাতনীর ছোট ভাই :D ) একটা চাকু নিয়া বইসা আছে ।

গল্প করতাছি ।



কইলাম,সাদিকুল রোজা রাখছো?

কয়,হ

-কয়টা রাখছো?

>সবগুলা ।

-বাহ ভালো তো ।

এরপরেই হালায় কয়,একটু আগে তিনটা চিপস খাইলাম । খাইবেন? :-*



তারপর আবার কথা কইতাছি ।

জিগাইলাম,স্কুলে গেছিলা?

কয়,না

-কেন?

>পড়ালেখা করুম না

-তাইলে করবা কি?

> রিকশা চালামু । :-/



পোষ্ট শেষ করি ভয়ংকর এক মজা দিয়া ।

সাদিকুলে চাকু হাতে নিয়া নাড়াচাড়া করতাছে । কইলাম ফালায়া দাও হাত কাইটা যাইবো ।

কয়,হাত কাটবো না অন্য একটা জিনিস কাটার প্ল্যান করতেছি ।

কইলাম,কি?



জিগানের পরই পোলার পরনের প্যান্টটা খুইল্লা কান্দে লইলো । তারপর ডান হাত দিয়া চাকু ধরলো আর বাম হাত দিয়া মেশিনটা টানটান কইরা ধইরা পোঁচ দেয়ার মত করতে লাগলো ।

ঝাড়ি দিয়া কইলাম আরে ব্যাটা চাকু ফালা মেশিন তো পুরাই কাইটা যাইবো ।



এমন সময় ওর মাতা আসিয়া নিজের অবুঝ পুত্রের মেশীন রক্ষা করিলো । আরও বৃহত্‍ ভাবে বলা যায় বংশের বাত্তি রক্ষা করিলো ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭

মুদ্‌দাকির বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: :D :D :D :D :D

২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা সঠিক সময়ে মাতা নাট্য দৃম্যে প্রবেশ না করি কি ভয়ানক পরিণতি হইত.. ভাবিলেই পিলে চমকে ওঠে.... =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: বড্ড বেদনাদায়ক পরিস্থিতি ঘটিতো। :P :P :P

৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/ :-/


পুলার বয়স কত????

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এইতো ৫/৬ :-&

৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

হাসান মাহবুব বলেছেন: ডেঞ্জারাস।

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হে হে

৬| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

আদম_ বলেছেন: বাড়ীওয়ালার নাতনীর ছোট ভাই.......
এত্ত পেচাইলেন ক্যা ভাই। তয় স্টুরি টা মজাদার।

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কাহিনি আছেগো ভাই

৭| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪

মদন বলেছেন: ++++++++++++

১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: B-) লন কলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.