![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারেন্ট নাই ।
বারান্দায় বইসা হাওয়া খাইতাছি । দেখি সাদিকুল(বাড়ীওয়ালার নাতনীর ছোট ভাই ) একটা চাকু নিয়া বইসা আছে ।
গল্প করতাছি ।
কইলাম,সাদিকুল রোজা রাখছো?
কয়,হ
-কয়টা রাখছো?
>সবগুলা ।
-বাহ ভালো তো ।
এরপরেই হালায় কয়,একটু আগে তিনটা চিপস খাইলাম । খাইবেন?
তারপর আবার কথা কইতাছি ।
জিগাইলাম,স্কুলে গেছিলা?
কয়,না
-কেন?
>পড়ালেখা করুম না
-তাইলে করবা কি?
> রিকশা চালামু ।
পোষ্ট শেষ করি ভয়ংকর এক মজা দিয়া ।
সাদিকুলে চাকু হাতে নিয়া নাড়াচাড়া করতাছে । কইলাম ফালায়া দাও হাত কাইটা যাইবো ।
কয়,হাত কাটবো না অন্য একটা জিনিস কাটার প্ল্যান করতেছি ।
কইলাম,কি?
জিগানের পরই পোলার পরনের প্যান্টটা খুইল্লা কান্দে লইলো । তারপর ডান হাত দিয়া চাকু ধরলো আর বাম হাত দিয়া মেশিনটা টানটান কইরা ধইরা পোঁচ দেয়ার মত করতে লাগলো ।
ঝাড়ি দিয়া কইলাম আরে ব্যাটা চাকু ফালা মেশিন তো পুরাই কাইটা যাইবো ।
এমন সময় ওর মাতা আসিয়া নিজের অবুঝ পুত্রের মেশীন রক্ষা করিলো । আরও বৃহত্ ভাবে বলা যায় বংশের বাত্তি রক্ষা করিলো ।
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন:
২| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা সঠিক সময়ে মাতা নাট্য দৃম্যে প্রবেশ না করি কি ভয়ানক পরিণতি হইত.. ভাবিলেই পিলে চমকে ওঠে....
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: বড্ড বেদনাদায়ক পরিস্থিতি ঘটিতো।
৩| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:০০
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
পুলার বয়স কত????
৪| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৮
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এইতো ৫/৬ :-&
৫| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫
হাসান মাহবুব বলেছেন: ডেঞ্জারাস।
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হে হে
৬| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৭
আদম_ বলেছেন: বাড়ীওয়ালার নাতনীর ছোট ভাই.......
এত্ত পেচাইলেন ক্যা ভাই। তয় স্টুরি টা মজাদার।
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কাহিনি আছেগো ভাই
৭| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৩৪
মদন বলেছেন: ++++++++++++
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪২
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: লন কলা
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
মুদ্দাকির বলেছেন: