নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

জোকার ওরফে হিথ লেজার এর সর্ব শেষ পিকচার। :((

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৮









বস হিথ লেজারকে কে না চেনে।

নাম শুনে চিনতে পারছেন না? =D

তাহলে তারঅভিনিত ক্যারেক্টারের নাম বলি?



"জোকার"। জোকারকে তো চিনেন তাই না??

ঐ যে ২০০৮ এ রিলিজ পাওয়া ব্যাটম্যানে ট্রিলজির দ্বিতীয় মুভি "ব্যাটম্যান দা ডার্ক নাইট" এ থাকে। এই মুভিতে জোকারকে ভিলেন বলবো কি না বুঝতে পারি না।

পুরো মুভিটি উনি একাই কাপিয়ে দেয়।

দুঃখজনক ঘটনা হচ্ছে একই বছরে হিথ লেজার ওরফে জোকার মারা যায়।

২০০৮ এর জানুয়ারী মাসের ২২ তারিখে মারা যায় এই অসাধারন এক অভিনেতা। যার "জোকার" ক্যারেক্টার বিশ্ব চলচিত্র জগতে সর্বকালের সেরা পাচ ক্যারেক্টারে জায়গা করে নেবার মত।

এই পিকচারটি হিথ লেজারের তোলার সর্ব শেষ কোন পিকচার।

এটি সেই জানুয়ারী মাসেই তোলা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৩

রাজিব বলেছেন: হিথ লেজার এর A Knight's Tale ছবিটি আমার অসাধারণ লেগেছিল। অবশ্য 10 Things I Hate About You, The Patriot ছবি দুটোতেই হিথের অভিনয় বেশ ভাল ছিল তবে আমার মনে হয় যে A Knight's Tale তার ক্যারিয়ার এর ভিত গড়ে দিয়েছিল। এত অল্প বয়সে তার মৃত্যু আসলেই কাম্য ছিল না। পোস্ট এর জন্য ধন্যবাদ।
আমার ব্লগঃ http://ecombd.net/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.