নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

একদিন আমি সৃষ্টিশীল হবো

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৫

আমি একদিন সৃষ্টিশীল কেউ হবো

তোমায় নিয়ে যত আক্ষেপ

সব নিজের সৃষ্টিতে রেখাপাত ঘটাবো



তোমায় নিয়ে গল্প লিখবো

কিংবা হয়তোবা কবিতা

নিজের সৃষ্টিতে রেখে দিবো

কস্টগুলো যা আছে সবই তা



রচনা করবো গান

কিংবা বাধবো সুর

দেখবো রঙ্গিন স্বপ্ন

যাবো অচিনপুর



কিংবা গড়বো এক সুবিশাল অট্রালিকা

এই শহরের এক কোণে

কোন এক বৃষ্টি ঝড়া বিকেলে

সেই ছাদে বসে থাকবো

বৃষ্টিতে ভিঝবো

তোমারই স্মৃতি নিয়ে এই বুকে



তুমি হয়তোবা থাকবে এ শহরেরই এক পাশে

তোমার সেই সুখের বাসাটাও চিনে যাবো

প্রতিদিন দেখবে তোমার বাসার সামনে

কে যেনো হেটে যাচ্ছে

বুঝবেনা তুমি

বুঝতেও দিবো না

সেইজন আমি হবো



মাঝে মাঝে দেখবো তোমায়

বারান্দায় এসেছো

খুনসুটি করছো প্রিয় মানুষের সাথে

সেইদিন আমি মাতাল হবো

মাতাল হয়ে সব ভুলে যাবো



মাতাল কি সৃষ্টিশীল হতে পারে?



আমি হবো

শুধুই তোমার জন্য হবো

তোমার জন্য আমি সৃষ্টিশীল হবো



তুমি হলে আমার সুনীলের নীরা

কিংবা জীবনানন্দের বনলতা

সুনীল-জীবনানন্দ আক্ষেপ নিয়ে দুনিয়া ছেড়েছে

আমিও হয়তোবা ছাড়বো

তোমার জন্য আমি সৃষ্টিশীল হবো

শুধুই তোমার জন্য।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

ধুম্রজ্বাল বলেছেন: Good post..keep going

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।হৃদয় ছুয়ে যাওয়া কথামালা ।+

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ দাদা।

৪| ১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬

দেশ প্রেমিক 13 বলেছেন: ভাল লাগল

১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

৫| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

হাসান মাহবুব বলেছেন: ভালো প্রচেষ্টা।

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব

৬| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

In2the Dark বলেছেন: সৃজনশীলতা দেখতে পেলাম আপনার কবিতায় :)

সৃষ্টিশীল হতেও বেশি সময় লাগবে না আশা করি :p

তারপর কি করবেন?

১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: এটা তো মাত্র সুচনা। সমাপ্তি আসুক। তারপর দেখা যাক কি করি। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.