![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
War Horse (2011)
imdb reting: 7.3
imdb link: Click This Link
torrent download link: Click This Link
Director:Steven Spielberg
নাম শুনেই বুঝতে পারছেন মুভিটার প্রধান চরিত্র একটি ঘোড়া ।
এবং তার সাথে যুদ্ধ রিলেটেড। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে একটি ঘোড়া নিলামকারী বাজারে টেড ন্যারাকট নামের এক ছন্নছাড়া স্বভাবের লোক । টেড ন্যারাকট নামের এক সাবেক সৈনিক । যুদ্ধের সময় যার পা মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে সে হয়ে যায় মাতাল এবং কিছুটা ছন্নছাড়া। সংসার বলতে নিজের স্ত্রী আর এক ছেলে। ছেলের নাম এলবার্ট ন্যারাকট।
টেড ন্যারাকট ঘোড়ার নিলাম থেকে একটি সুন্দর ঘোড়া কিনে খুব বেশী দাম দিয়ে। অথচ তার কেনার কথা ছিলো লাঙ্গল বাইতে পারে এমন এক ঘোড়া।
এই ঘোড়া দেখে তার স্ত্রী অখুশি হলেও তার ছেলে ঘোড়াটিকে খুব সহজেই আপন করে নেয়।
ঘোড়াটি হয়ে উঠে তার সবকিছু। ঘোড়াটির নাম দেয় "জোয়ি"।
কিন্তু ন্যারাকটদের ফসল নস্ট হয়ে গেলে টেড ন্যারাকট বাধ্য হয়ে ঘোড়াটিকে বিক্রি করে দেয়। ঘোড়াটি কিনে নেয় সৈনিক দলের একজন অফিসার। এই অফিসার হচ্ছে থরের লোকি মানে "tom hiddleston"।
তারপর মালিক বদল হতে থাকে লোকির।
এদিকে সৈন্য দলে যোগদান করে এলবার্ট ন্যারাকট। কপালের ফেরে জোয়িকে আবার কাছে পায় এলবার্ট। কিন্তু রাজার নির্দেশে যুদ্ধে ব্যাবহার করা সকল ঘোড়াকে নিলামে উঠাতে হবে। ভগ্ন মনে নিলাম কেন্দ্রে যায় এলবার্ট।
এলবার্ট ব্যারাকট কি পারবে তার জোয়িকে আবার কাছে পেতে????
জানতে হলে দেখতে হবে স্টিভেন স্পিলবার্গের ছয়টি বিভাগে অস্কার মনোনয়ন পাওয়া অসাধারন এই মুভিটি।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: অসাধারন মুভি।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩২
হাসান মাহবুব বলেছেন: পশুপাখি নিয়ে তৈরি ছবি আমার খুব ভালো লাগে। এটা দেখবো।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দেখে জানাইয়েন।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯
সুমন কর বলেছেন: চমৎকার ছবি।