![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন কলেজের ক্লাস শেষ করে গুটি গুটি পায়ে এগুতাম বাসার দিকে। কলেজ থেকে বাসা অনেক দূরে। তবুও হাটতাম। নাহ অর্থের সমস্যা ছিলো না।
সমস্যা ছিলো আমি আবেগী প্রকৃতির । আমি সব কিছুতেই আবেগ খুজে বেড়াই।
প্রতিদিন হাটতে হাটতে বাসায় আসতাম।
কলেজ থেকে বের হয়ে কাধে ব্যাগ নিয়ে হাটতাম। ক্লাসের অল্প পরিচিত ছেলেগুলো টং দোকানে বসে ধুমছে সিগারেট টানতো। আমাকে দেখে ডাক দিতো,"মামা এক টান দিয়া যা"।
মুচকি হেসে প্রত্যাখ্যান করতাম সিগারেট খাওয়ার অফারটা।
ওদের পেছনে ফেলে সামনে এগুতাম। পেছন থেকে শুনতাম উচ্চস্বরে বলছে ,"শালা আবাল। সিগারেটের মজা তুই কি বুঝবি"।
আমি আরো দ্বিগুন উতসাহে মুচকি হাসতাম আর মনে মনে বলতাম,"জীবনটা অনেক সুন্দর বন্ধু। আমি নিজের শরীরের ক্ষতি করে এই সুন্দর জীবন থেকে তাড়াতাড়ি বিদায় নিতে চাই না। আমি জীবণ উপভোগ করবো"।
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধইরা নেন।
২| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:১৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: Ok.
২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১১
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হে হে
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৫৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনার দিনলিপি?