নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

মুহিনের দিনলিপি । (পর্ব-২)

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৭

আমি কখনই ছাতা ব্যাবহার করি না। কেনো যেনো ইচ্ছে হয় আকাশের কান্না নিজের বুকে ধারন করি। আরো একটা কারন অবশ্য আছে।

একটা ঘটনা বলি।

একদিন আম্মু জোড় করে ছাতা দিয়ে দিয়েছিলো ব্যাগে। মায়ের মনের কারনেই কিনা জানিনা স্কুল ছুটি হবার পুর্ব মুহুর্তে প্রচন্ড বৃষ্টি শুরু হলো।

স্কুল ছুটি হবার পর ব্যাগ থেকে ছাতা বের করলাম।

মজার ব্যাপার হচ্ছে আমি ছাড়া আর কোন বন্ধু ছাতা আনেনি। ছাতা মাথায় দিয়ে এব্র হলাম। এক বন্ধু বললো লিফট দে মামা ছাতার নীচে।

নিয়ে নিলাম। এমন সময় আরেক বন্ধু বললো,আমাকেও লিফট দে।

এক ছাতার নীচে তিনজন ।

একটু পর দেখি আরো দুই বন্ধু লিফট চায়।

একটু চিন্তা করলাম।

তারপর ছাতাটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে ওদের নিয়ে বৃষ্টিতে ভিঝতে ভিঝতে বাসায় চলে গেলাম।

অইটাই সম্ভবত আমার শেষ ছাতা ব্যাবহার।

ব্যাগে ছাতা থাকা অবস্থাতেও অসংখ্যবার বৃষ্টিতে ভিঝেছি।

বৃষ্টির সাথে আমার আলাদা খাতির আছে।

বৃষ্টি এলেই আমি আর না ভিঝে থাকতে পারি না।

কম ভুগতে হয়নি অবশ্য।

জ্বরে পরতাম প্রায়ই।

এখনো বৃষ্টি এলে বসে থাকতে পারি না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: বৃষ্টি বিলাস বললে কি ভুল হবে?? কারন সেই ছোটবেলায়(আজ যারা মাঝবয়সী) বৃষ্টি হলেই বল নিয়ে মাঠে নামা।
স্মৃতি আজীবন অম্লান,(বয়স যাই হোক না কেন)-তাই না??

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কথা সত্য ভাই।
বৃষ্টি আসলেই শরীরে এক ধরনের উচ্ছলতা অনুভব করি।

২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বৃষ্টি!!! কতদিন ঠিকমত ভিজি না!!! :(
বৃটেনের বৃষ্টি এত্ত জঘন্য! পুরাই মেজাজ খারাপ করা।

২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ব্রিটিশদের বৃষ্টি ব্রিটিশদের মত। :)
বাই দা রাস্তা দেশে আসবেন কবে?

৩| ২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সামনের মাসে B-) B-)

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আহেন । আড্ডামুনে ;)

৪| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ওকে। ;)

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৬

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: আমার লাইগা লন্ডনই আন্ডু আইনেন তো। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.