![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভালো বাবা হবো।
আমি আমার ছেলেকে গভীর রাতে ঘুম থেকে উঠিয়ে বলবো,""পাঞ্জাবীটা গায়ে দে ব্যাটা। চল রাস্তা দিয়ে হেটে আসি। আর টং দোকান খোলা পেলে চা খাবো।""
ছেলের দশম জন্মদিনে একটি গিটার হাতে ধরিয়ে দিবো। বলবো,"এই নে এইটা টুং টাং কর। তার খুলে আবার দাত খোচাবি না"।
ছেলে একটু বড় হলে আন্ডারওয়ার কিনে দেবো। বলবো,"এইটা আবার প্যান্টের উপর পড়ে সুপারম্যান সাজতে যাবি না"।
আমি আমার ছেলের সব থেকে ভালো বন্ধু হবো।
ছেলেটার যদি কাওকে ভালো লাগে। আমি নিজে তার চিঠি লিখে দিবো।
বলবো,"ই-মেইল ফেসবুকের যুগ হলেও চিঠির উপর কিছু নেই। আমি কখনো চিঠি পাইনি,কেউ আমাকে দেয়ও নি। তুই চিঠি দে"।
একসাথে মুভি দেখবো।
বৃষ্টির দিনে সন্তানকে নিয়ে ছাদে চলে যাবো।
আমি একজন ভালো বাবা হবো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আমিও ভাল বাবা হবো ।সমস্যা সন্তানের মা বিয়ে করতে রাজি হচ্ছে না ।
আপনার জন্য শুভকামনা থাকলো ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: স্বপ্ন দেখতে দোষ কি?
যাই হোক। ধন্যবাদ।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪২
নীল আকাশ ২০১৪ বলেছেন: একবার যদি বলতেন - আমি তাকে নামাজ পড়তে শেখাব, তাকে সাথে করে মসজিদে নিয়ে যাব।
সকালে ফজরের পর দুজনে মিলে সুর করে কুরআন তিলাওয়াত করব!
রাতে খাবার আগে দুহাত তুলে আল্লাহ্র কাছে শুক্রিয়া আদায় করব!
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫০
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: হ ভাই আপনে করাইয়েন
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: এত্ত গুলা শুভকামনা।
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ভালো মা তো পাই নাই ।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পেয়ে যাবেন। সেটার জন্যও শুভকামনা থাকলো।
১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬
ঠেলাগাড়ির পাইলট বলেছেন: দুয়া কইরেন
৬| ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪
অর্বাচীন পথিক বলেছেন: Great wish....
First of all good luck for your wouldbe son mother
then son
just find out "where is she"
then complete your all wish
৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: গ্রেট স্পিরিট...! অনেক অনেক শুভকামনা থাকল..
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২
হাসান মাহবুব বলেছেন: শুভকামনা।