নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

বিদেশ যাবার জন্য মেডিকেলে হয়রানি এবং সুমন ভাইয়ের দাঁতভাঙ্গা জবাব।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

লোকটার নাম সুমন। তার সাথে আমার পরিচয় বিদেশ যাবার জন্য ইন্টারভিউয়ের লাইনে দাড়ানোর সময়।

সৌদি আরবে ১২ বছর ছিলো। তারপর গত বছর দেশে এসেছে এক কাজে। তারপর আর যায়নি। এই বছর আবার চেস্টা করতেছে বিদেশ যাবার জন্য।

যাই হোক অনেকটা সময় একসাথে দাঁড়িয়ে ছিলাম। তাই তার সাথে একটা সখ্যতা গড়ে উঠেছিলো আমার।

তার বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনছিলাম। নানারকম বুদ্ধি দিচ্ছিলো । ভালোই লাগতেছিলো।

একটা সময় ভাইটাকে জিজ্ঞেস করলাম মেডিকেলের ব্যাপারে।

মেডিকেলে কীরকম কি হয় এইসব জানার জন্য।

এক সময় উনি তার একটা অভিজ্ঞতার কথা বললো। আসুন সুমন ভাইয়ের মুখ থেকেই শুনি তার অভিজ্ঞতার কথাটাঃ



আমার বাড়ী পঞ্চগড়। পঞ্চগড় হচ্ছে বাংলাদেশের একদম শুরুর দিকে। যারা বাংলাদেশের ম্যাপ দেখছেন তারা ধারনা করতে পারবেন কোথায়। ঢাকা থেকে প্রায় সাড়ে চারশ কিলোমিটার দূরে পঞ্চগড়। তাছাড়া জার্নি করতে গিয়ে টায়ার্ড হয়ে যাই। তো এবার মেডিকেল করতে গেলাম। টানা ১২/১৫ ঘন্টার জার্নিতে দুর্বল হয়ে গেছি।

তো যিনি মেডিকেল করবে সে আমাকে পুরো বিবস্ত্র হতে বললো। হলাম।

এরপর সে আমাকে জিজ্ঞেস করে,"আচ্ছা আপনার পেনিস এতো চিকন কেন"।

তখন আমি বললাম,"ভাই আমি ১২ বছর মধ্যপ্রাচ্যে ছিলাম। তাছাড়া প্রবাসি আমার অনেক বন্ধু আছে। তো আজ পর্যন্ত আমি কোথাও খবর পাইনি যে পেনিসের কাজ আছে। আমার পেনিস আছে কি না আপনি শুধু মেডিকেল রিপোর্টে তা যোগ করুন। এটা মোটা না চিকন তা আপনার দেখবার বিষয় না "। :D:D:D:D:D





এত্ত মজা পেয়েছি ওনার জবাবটা শুনে। যাই হোক সুমন ভাই যেখানে থাকবেন ভালো থাকবেন। :) আপনার সাথে হয়তোবা লাইফে আর দেখা হবে না। কিংবা হতেও পারে। পৃথিবীটা যেহেতু গোল তাই একদিন দেখা হলেও হতে পারে। :|

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

মিজভী বাপ্পা বলেছেন: কোন দেশের জন্য মেডিকেল করতে গিয়েছিল এবং কোন মেডিকেলে পরেছিল??

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: কাতারে যাবার জন্য। আর মেডিকেল হয়েছিলো মহাখালীতে। নামটা জানি না।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৬

ভিটামিন সি বলেছেন: দুর মিয়া কিতা কন এইসব!!! আমি মেডিক্যাল করলাম সম্ভবত সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (নামটা মনে নাই) ২০০৮ সালে। আমার কাছ থেকে প্রস্রাব নিল, রক্ত নিল। ঘন্টা দুই পরে রিপোর্ট দিল। নাঙ্গু তো করে নাই। এমনকি সিঙ্গাপুরে আসার পরে যে মেডিক্যাল হলো সেখানেও নাঙ্গু করে নাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ভাই একেক জায়গায় একেক রকম। যদিও আমি শিওর না বাট মধ্যপ্রাচ্যে গেলে এইরকম হয়রানি করে। আর হয়রানি করে ইচ্ছে করেই।
শুধু সেই লোকটি না আমি আরো অনেকের কাছেই উলং হবার ব্যাপারটি শুনেছি।
সত্যি মিথ্যা জানি না ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.