নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

ঠেলাগাড়ির পাইলট

অশ্বডিম্ব

ঠেলাগাড়ির পাইলট › বিস্তারিত পোস্টঃ

ভাইয়েরা একটু হেল্প করেন পিলিজ। কনট্যাক্ট লেন্সের ব্যাপারে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

আমার চোখে সমস্যা সেই ২০০৭ সাল থেকে। এখন আমার চশমার পাওয়ার। মাইনাস ফোর। দুচোখেই।

তো আগামী কয়েক মাসের মধ্যে কাতার যাচ্ছি কাজের জন্য। তো সেখানে চশমা ইউজ করা যাবে না।

এই মুহুর্তে ল্যাসিক করানোর মত টাকাও আমার কাছে নাই।

তো কনট্যাক্ট লেন্সের বিকল্প আপাতত আমার কাছে নাই।

যদি আপনারা আমাকে একটু লেন্সের ব্যাপারে বুঝান খুশি হতাম।



যেমন,দাম কিরকম হতে পারে?

কয় মাস পরপর চেঞ্জ করতে হবে?

কি কি সমস্যা হয়? [সমস্যা হলেও আমাকে নিতে হবে :(( ]

কোথা থেকে নিলে ভালো হবে?

কি কি সতর্কতা অবলম্বন করতে হবে।



ইত্যাদি ইত্যাদি। আপনারা আমাকে বুদ্ধি দেন। /:)



অনেক কৃতজ্ঞ থাকবো। /:)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১১

aiubian বলেছেন: ভাই মাইনাস ৪ এই এত আক্ষেপ আমার চোখের ক্ষমতা এখন মাইনাস ৬.৫ :-B

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৮

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ভাই নিতেছি তো বিপদে পইড়া

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: দরদাম নির্ভর করে পাওয়ারের উপর আর কোন ব্র্যান্ডেরটা কিনছেন তার উপর। আমার ভাই এর পাওয়ার ৪ এর একটু বেশি। ওর লেন্সটা ৩০০০/৩৫০০০ এ নেয়া। নরমাল চশমার দোকান থেকেই নেয়া যায় লেন্স। তবে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেয়া ভাল। আমার ভাই এর টা নেয়া হয়েছিল এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের নিচতালায় একটা দোকান আছে ওখান থেকে। ডাক্তার সাজেস্ট করে দিয়েছিলেন ওই দোকানটা। আপনি চাইলে দোকানটাতে যেয়ে খোঁজ খবর নিতে পারেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

ঠেলাগাড়ির পাইলট বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.