![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*নেপোলিয়নের পছন্দ ছিলো গণিতবিদ ও বিজ্ঞানীদের। কিন্তু মানবতাবাদীদের তিনি দলে রাখেননি। তার বিশ্বাস ছিলো,”মানবতাবাদীরা ঝামেলা সৃষ্টি করে”। [কথা হাচা ]
*প্রাচীন এসিরিয়ার খ্রিস্টপুর্ব ২৮০০ সালের একটি প্রস্তরলিপি খুজে পাওয়া গিয়েছে । । যাতে উল্লেখ রয়েছে,”এ পরের দিনগুলোতে আমাদের পৃথিবী অধঃপতিত হয়েছে। চিহ্ন পাওয়া যাচ্ছে বিশ্ব দ্রুত শেষের দিকে ধাবিত হচ্ছে। ঘুষ আর দুর্নিতি হচ্ছে সাধারন”।
এর ২০০০ বছরের বেশী সময়ের পরে সক্রেটিস অভিযোগ করেন, “বাচ্চারা এখন স্বেচ্ছাচারী। বড়রা ঘরে ঢুকলে এখন আর উঠে দাঁড়ায় না। তারা তাদের বাবা-মার প্রতিবাদ করে। সঙ্গীদের সাথে বকবক করে। টেবিলে গপাগপ গিলে। তাদের পা দুটো আড়াআড়ি করে রাখে এবং তাদের শিক্ষকদের উপর কতৃত্ব ফলায় ”।
আর প্লেটো তার ছাত্রদের জন্য লিখেছিলেন,”আমাদের তরুনদের কি হয়েছে? তারা তাদের বড়দের অসম্মান করে,তারা তাদের পিতামাতার অবাধ্য,তারা আইনকে অগ্রাহ্য করে,তারা আদিম খেয়ালে উদ্দীপ্ত হয়ে রাস্তায়রাস্তায় উচ্ছৃঙ্খলা করে,তাদের নীতিবোধ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের কি হবে???” [এইডাও হাচাই মুনে অইলো। ]
*পৃথিবীর সপ্তমাশ্চর্যগুলোর একটি এফিসাসে অবস্থিত চমৎকার আরতেমিসের মন্দিরটা খ্রিস্টপুর্ব ৩৫৬ সালে ধ্বংস হয়ে যায় ইচ্ছাকৃত দুঃসম্পর্কের মাধ্যমে।
যখন অপরাধীকে ধরা হয়,এবং জিজ্ঞেস করা হয় কেনো সে এটা করেছে?
তখন সে জবাব দেয় সে এতা করেছে যাতে তার নাম ইতিহাসে জীবন্ত হয়ে থাকে।
লোকটাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং আদেশ দেয়া হয় সব স্মারক থেকে তার নাম মুছে দিতে এবং কখনো তার নাম মুখ না নিতে।
কিন্তু তারপরও সে সফল। কেননা আমরা তার নাম জানি।
তার নাম হচ্ছে,”হেরোস্ট্র্যাটাস“। [হালায় ঘাড়ত্যারাদের গুরু মেবি ]
©somewhere in net ltd.