![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা একরকম অনন্য প্রতিভা নিয়ে জন্মায়, সব রকম পরিবেশে খাপ খাইয়ে নিজেকে তুলে
ধরে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো
নর্থ সাউথে পড়তে পারে না কিন্তু
কিভাবে পাব্লিক ভার্সিটিতে পড়ে
কাপাইয়া দিতে হয় তা ভাল করে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো
KFC, BFC তে বন্ধুদের নিয়ে ট্রিট দিতে পারে না কিন্তু মামার টংয়ের দোকানে চা আর বনরুটি দিয়ে আড্ডা ভালই দিতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো BMW, Marcedes এ চড়তে পারে না কিন্তু লোকাল বাসে চড়ে সিটিং সার্ভিস
বাসের ভাড়ার টাকা বাচাইতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো R15, Fz চালিয়ে কলেজ, ভার্সিটিতে যেতে পারে না কিন্তু দুই চাকার প্যাডেল হাকিয়ে চলতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো প্রাচুর্যের দালানে থেকে দামি চাইনিজ খাবার খেতে পারে না কিন্তু হোস্টেলে বা মেসে থেকে বুয়াকে খালাম্মা উপাধি দিয়ে পৃথিবীর সেরা বাবুর্চি বলতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো বাবার অফিসের জিএম হতে পারে না কিন্তু মেধা খাটিয়ে, কঠোর পরিশ্রম করে যে কোন অফিসের বস বনে যেতে পারে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো গরিবদের হাজার হাজার টাকা দান করতে পারে না কিন্তু তাদের পাশে একসাথে বসে ডাল ভাত খেতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো গার্লফ্রেন্ডকে দামি ডায়মন্ডের রিং দিতে পারে না কিন্তু শক্ত সবুজ লতা পেঁচিয়ে হাতের রিং পড়িয়ে দিয়ে ঠিকই প্রেমিকার মন জয় করতে পারে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো নিত্য নতুন স্যুট ওয়ালা জামা পড়তে পারে না কিন্তু ভাইয়ের জামা অদল-বদল করে মানুষকে দেখাতে জানে আমার অনেক জামাকাপড় আছে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো নতুন নতুন প্রেমিকা বানিয়ে দামি রেষ্টুরেন্টে খাওয়াতে না পারে কিন্তু রাস্তার পাশের দোকানে ফুচকা আর আইসক্রিম খেয়ে সারাজীবন পাশে থাকার আশ্বাস দিতে পারে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো চাকরী করে বড় বড় ফ্লাট কিনতে পারে না কিন্তু প্রথম বেতন দিয়ে মা কে শাড়ী কিনে দিতে জানে।
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো এভারেস্টের চূড়ার মত উন্নতির শিখরে উঠতে পারে না কিন্তু ডান হাত দিয়ে নিজেকে বাঁচিয়ে বাম হাত দিয়ে আরেকজনকে টেনে তুলতে জানে।
দেখ ভাই, মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ছোট ভাবিস না তারাই দুনিয়ার আসল রুপ চিনতে পারে, দুঃখ-কষ্টের সাথে সংগ্রাম করে জীবনযুদ্ধে টিকে থেকে নিজেকে প্রতিষ্ঠা করতে জানে।
And i'm proud to be a son of middle class family. Cause middle class is the best class In the world .
Middle class can feel the reality. Middle class are pure beauty.
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
বিডি রায়হান বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
আহমেদ জী এস বলেছেন: বিডি রায়হান ,
সবই ঠিক ছিলো তবে ...........
মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা হয়তো নিত্য নতুন স্যুট ওয়ালা জামা পড়তে পারে না কিন্তু ভাইয়ের জামা অদল-বদল করে মানুষকে দেখাতে জানে আমার অনেক জামাকাপড় আছে। এখানটা এরকম হওয়া ঠিক হয়নি ।
মূলত এই অংশটুকুর দরকারই ছিলোনা । এটা অন্য অর্থের জন্ম দিতে পারে ।
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২
বিডি রায়হান বলেছেন: মূলত লিখাটা ক্লিয়ার হয়নি আপনি হয়তো ভেবেছেন এটা শো অফ হয়ে গেছে
কিন্তু আমি বুঝাতে চেয়েছি মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজে ভাল না থাকলেও ভাল থাকার অভিনয় করতে জানে। এই জায়গাটা এমন হত। লিখায় ক্লিয়ার হয় নি আর কি।
ধন্যবাদ আপনাকে #আহমেদ ভাই
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২
বিডি রায়হান বলেছেন: মূলত লিখাটা ক্লিয়ার হয়নি আপনি হয়তো ভেবেছেন এটা শো অফ হয়ে গেছে
কিন্তু আমি বুঝাতে চেয়েছি মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজে ভাল না থাকলেও ভাল থাকার অভিনয় করতে জানে। এই জায়গাটা এমন হত। লিখায় ক্লিয়ার হয় নি আর কি।
ধন্যবাদ আপনাকে #আহমেদ ভাই
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালহয়েছে