নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিডি রায়হান

বিডি রায়হান › বিস্তারিত পোস্টঃ

তবে কি সব দোষ মেয়েদের?

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪



একটা ছেলে জনসমুক্ষে সিগারেট খেলে সে স্মার্ট ছেলে কিন্তু একটা মেয়ে জনসমুক্ষে সিগারেট খেলে "আল্লাহ মেয়ে সিগারেট খায় না জানি আর কত কি খায়"

একটা ছেলে আন্ডারওয়্যার পড়ে ঘুরলেও সমস্যা নেই কিন্তু একটা মেয়ে থ্রি পিস পড়লেও সমস্যা কেন সে হিজাব করে নাই।

একটা ছেলে ১০ টা মেয়ের সাথে প্রেম করলে তার উপাধি হয় প্লে বয়, হ্যান্ডসাম, গুণী। কিন্তু একটা মেয়ে ২-৩ টা ছেলের সাথে ধোকা খেয়ে আরেকটা রিলেশন করে বিয়ের স্বপ্ন দেখলে হয়ে যায় মাগী।

একটা ছেলে প্রতি সপ্তাহে পতিতালয় গেলেও সমস্যা নেই কিন্তু একটা মেয়ে ধর্ষনের শিকার হলে সে হয়ে যায় নষ্টা।

একটা ছেলের হাজার ফলোয়ার আর ছবিতে লাইক থাকলে সে হয় ফেমাস বয়। কিন্তু একটা মেয়ের ছবিতে ৩০০-৪০০ লাইক আসলেই "আল্লাহ মাইয়্যা জানি কত পোলার লগে ইটিশ পিটিশ করে ফেসবুকে"

একটা ছেলে কোন মেয়ের সাথে প্রেম করতে পারলে মেয়েটা হয় "জানু" আর না করতে পারলে হয়ে যায় "জানোয়ার"

একটা ছেলে একটা মেয়েকে ভালবাসার স্বপ্ন দেখিয়ে রুমডেট করতে পারলে সে তার ফ্রেন্ড সার্কেলে অধিক সম্মাননার অধিকারী হয় কিন্তু ব্রেকআপের পর মেয়ে হয়ে যায় "খাওয়া মাল"

একটা ছেলে রাত ৩ টা হলেও ঘুরে বেড়াতে পারবে কিন্তু একটা মেয়ে তার ফ্যামিলিকে চালানোর জন্য রাত ১০ টার পর অফিস করে বাসায় আসলে হয়ে যায় "বেশ্যা"

একটা ছেলে ঘরের বাইরে হাজার মেয়ের সাথে কাজ করতে পারবে কিন্তু তার ঘরের বউকে শুধু আদর্শ গৃহিনী হয়ে থাকতে হবে। ( শাশুড়ি ফ্যাক্ট)

একটা ছেলে বাইক রাইড করতে পারবে, ডিজে হতে পারবে, বারে যেয়ে বিয়ার, উইড, গাঞ্জা খেতে পারবে, ক্লাবে ডিস্কো পার্টি করতে পারবে কিন্তু একটা মেয়ে করলেই সে "Prostitute"

একটা ছেলে ১০ টা মেয়ে বন্ধুর সাথে সেলফি তুললে বাহ! ছেলেটা দারুণ হ্যান্ডসাম অনেক মেয়ে তার পিছে ঘুরে। কিন্তু একটা মেয়ে ৩-৪ টা ছেলেফ্রেন্ডের সাথে সেলফি তুললে ভাবা হয় সে যেন ছেলেদের সাথে আর কি কি করে বেড়ায়।

একটা ছেলে কলেজ, ভার্সিটিতে বেশি পরিচিতি থাকলে বলে ছেলেটার পাওয়ার আছে হেব্বি কিন্তু একটা মেয়ে বেশি পরিচিতি পেলে তাকে ডাকা হয় "মিয়া খলিফা"

আফসোস হচ্ছে যখন একটা ছেলের একসময়ের ভালবাসার মেয়ে যখন অন্য দুয়ারে ভালবাসার সুখ খুজে তখন ছেলেটা মেয়ের নামে নানা ধরনের কটুক্তমূলক কথা ছড়িয়ে বেড়ায় সবার মাঝে।
আর আমরা ও তা বিশ্বাস করে মেয়েটাকে মাগী ভেবে বসে থাকি।

একটা মেয়েকে কোন কটুক্ত করার আগে তার সাথে চলুন, বুঝুন, দেখুন মেয়েটা খারাপ নাকি ছেলেটা কূৎসা রটিয়ে বেড়ায়।
না জেনে শুনে অন্যের বোনকে মাগী, বেশ্যা, মিয়া খলিফা, খাওয়া মাল বলার আগে নিজের ছোট বা বড় বোনের কথা ভেবে দেখেছেন কি?

মন্তব্য ২৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

রোষানল বলেছেন: একটা ছেলে জনসমুক্ষে সিগারেট খেলে সে স্মার্ট ছেলে


এটা নির্বোধদের চিন্তা ভাবনা

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯

বিডি রায়হান বলেছেন: আমার ও একই কথা।
কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর ছেলেরা এটাই মনে করে। আমি তাদের ভাবনা থেকে বলেছি।

২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪১

মহা সমন্বয় বলেছেন: আমাদের সমাজে সব দোষ মেয়েদের। এ জন্য তারা নিজেরাও কিছুটা দায়ী।
এই দেখেন আমি নিজেও কিন্তু ঘুরে ফিরে ওই মেয়েদের ঘারেই দোষ চাপিয়ে দিলাম। :-P এভাবেই চলে আসছে এটাই আমাদের সামাজের বাস্তব চিত্র। :( সহসাই এ থেকে উত্তরণের কোন পথ দেখছি না। তবে সবার আগে শিক্ষাটা গুরুত্বপূর্ণ।
ধন্যবাদ আপনাকে।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

বিডি রায়হান বলেছেন: আমাদের মানসিকতা পরিবর্তন করলেই এর উত্তরণ সম্ভব

৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৮

হেকিম এ. পেট্টি বলেছেন: মিয়া খলিফা কে?

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

বিডি রায়হান বলেছেন: জনপ্রিয় পর্ন স্টার

৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: একমত।
একটু ঘাড় ঘুরালেই নমুনা পাবেন।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

হেকিম এ. পেট্টি বলেছেন: একটা ভিডিওর লিংক দিতে পারেন? কাউকে বলব না, একা দেখব, প্রমিজ।

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

বিডি রায়হান বলেছেন: দুঃখিত আমার জানা নেই।

৬| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৭

মানবী বলেছেন: *একটা ছেলে জনসমুক্ষে সিগারেট খেলে সে - নির্বোধ ছেলে। নিজের ভালো মন্দ বুঝতে অক্ষম বেকুব শুধু নয় জনসন্মূখে ধুমপান করে অন্যদের ক্ষতি করছে।

*একটা ছেলে আন্ডারওয়্যার পড়ে ঘুরলে সে একটা বদ্ধ উন্মাদ অথবা অশ্লীল ও কুরুচীপূর্ণ।

*একটা ছেলে ১০ টা মেয়ের সাথে প্রেম করলে তার উপাধি হয় প্লে বয়.। প্লে বয় ইংরেজী শব্দ বলে হয়তো খুব ভালো মনে হচ্ছে তবে একই বাক্যে মেয়েদের জন্য সব শেষে যে বিশেষনটির ব্যবহার করেছেন, প্লে বয় তার পুরুষ ভার্সন মাত্র।

*একটা ছেলে প্রতি সপ্তাহে পতিতালয় গেলে অবশ্যই সমস্যা... কোন পুরুষ কোন মেয়েকে বিয়ে করার আগে বা জনসন্মূখে গর্ব ভরে ঘোষনা করতে পারবে যে সে পতিতালয়ে যাওয়া এক পতিত পুরুষ?

*একটা ছেলে একটা মেয়েকে ভালবাসার স্বপ্ন দেখিয়ে রুমডেট করতে পারলে সে তার ফ্রেন্ড সার্কেলে অধিক সম্মাননার অধিকারী হলে সেই ছেলে শুধু চরিত্রহীন লম্পট নয় তার তথাকথিত বন্ধুরা নিতান্তই নির্বোধ!

*একটা ছেলে বারে যেয়ে বিয়ার, উইড, গাঞ্জা খেলে তাকে চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, নেশাগ্রস্থ আবর্জনা মনে করা হয়।

- ছেলেদের সম্পর্কে যেসব বাক্যে ভুল ধারনা প্রসাশিত হয়েছে মনে হলো শুধু তা উল্লেখ করেছি উপরে।



"একটা ছেলে কোন মেয়ের সাথে প্রেম করতে পারলে মেয়েটা হয় "জানু" আর না করতে পারলে হয়ে যায় "জানোয়ার"
"আফসোস হচ্ছে যখন একটা ছেলের একসময়ের ভালবাসার মেয়ে যখন অন্য দুয়ারে ভালবাসার সুখ খুজে তখন ছেলেটা মেয়ের নামে নানা ধরনের কটুক্তমূলক কথা ছড়িয়ে বেড়ায় সবার মাঝে।"

- দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের এক শ্রেনীর মেরুদন্ডহীন ক্লিব প্রকৃতির ছেলেরা এমন হীন আচরন করে থাকে। এরা নিজেদের অক্ষমতা আড়াল করতে মেয়েদের দোষারোপ করে থাকে।

পোস্টের জন্য ধন্যবাদ বিডি রায়হান।



৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

বিডি রায়হান বলেছেন: আপনাকেও ধন্যবাদ সঠিক সমালোচননা করার জন্য।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: না শুধু মেয়েদের দোষ না।

আমার মতে সবক্ষেত্রে পুরুষদের দোষ বেশি।

চমৎকার ব্যাখ্যা করেছেন।
++++

৮| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

তৌিফক ইসলাম বলেছেন: ব‌নেরা ব‌নে সুন্দর িশশুরামিাতৃ‌ৈএ্্রৈা‌ড়ে

৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

বিডি রায়হান বলেছেন: তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন মেয়েদের কুরুচিপূর্ন গালি দিয়ে মিথ্যা অপবাদ ছড়ালেও সমস্যা নেই।
কারণ সেটাই তাদের প্রাপ্য?

৯| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মানুষিকতা পরিবর্তন করতে হবে। আরো উদার হতে হবে।

তবে খেয়াল রাখতে হবে যাতে বেশি উদার না হয়ে যাই। বেশি উদার মানুষিকতা হলে সব ভজগট হয়ে যাবে।

সুন্দর বিশ্লেষণ।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

আহলান বলেছেন: জ্ঞ্যান তো ঝাড়লেন, ঘরে কি সত্যিই তেমন মার্কা মারা কাওকে সসম্মানে জয়গা দেবেন আপনি বা আপনার পরিবার? নাকি শুধু লেখার জন্যেই লিখলেন ...

৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯

বিডি রায়হান বলেছেন: আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। আমার ভাবনা থেকে লিখলাম।
আর আমার স্ত্রী যদি চাকরী করতে চায় কখনো আমি বাধা দিব না।
আমি আশা রাখি আমি স্ত্রী পর্দা করেই সকল স্তরে চলাফেরা করতে পারবে।
আমার পরিবারের মেয়েরাও শিক্ষকতার চাকরী করছে কই কখনো আমার দুলাভাই বা আমার খালু বাধা দেই নেই তো।
এবং দিন শেষে তারাই আবার ঘরের আদর্শ গৃহিণী।

১১| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৮

বাংলার জামিনদার বলেছেন: দুনিয়া যাবতীয় সমস্যার জন্য যারা মেয়েদের দোষ দেয়, আফসোস তার মায়ের জন্য, তাকে কষ্ট করে জন্ম দেওয়ার জন্য।

১২| ০১ লা মে, ২০১৬ রাত ১:৩০

সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ। মন থেকে বের করে টেনে এনে কথাগুলো লিখেছেন। প্লাস।

১৩| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৩৯

‌মোঃ অাশরাফুল ইসলাম শাওন বলেছেন: হ্যাঁ। সব দোষ মে‌য়ে‌দের। ও‌দের সর্বপ্রথম দোষই হ‌লো ওরা মে‌য়ে হ‌য়ে জ‌ন্মেছে।

১৪| ০১ লা মে, ২০১৬ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পরিস্থিতি মোটামুটি বদলাচ্ছে ।

১৫| ০১ লা মে, ২০১৬ দুপুর ১:০২

আরণ্যক রাখাল বলেছেন: দারুণ বলেছেন

১৬| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৪০

নায়লা শফিক বলেছেন: কি মন মানসিকতা একেকজনের।

১৭| ০১ লা মে, ২০১৬ বিকাল ৩:১৭

চিত্রনাট্য বলেছেন: আপনি কি? মানে ছেলে না মেয়ে? বিডি রায়হান হলে ছেলে হওয়ারই কথা। তাহলে বলবো, কয়েকটা লাইক আর কমেন্টের জন্য ভালোই তুলনা দেখাইছেন।

০২ রা মে, ২০১৬ দুপুর ১:০৩

বিডি রায়হান বলেছেন: আমি ছেলে না মেয়ে সেটা আপনার খোজার প্রয়োজন নেই। আমি ভুল কিছু লিখে থাকলে সেটা ধরিয়ে দিন।

১৮| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:১৫

রাঙা মীয়া বলেছেন: সহমত

১৯| ০২ রা মে, ২০১৬ দুপুর ১:১৭

রাঙা মীয়া বলেছেন: চিত্রনাট্য বলেছেন: আপনি কি? মানে ছেলে না মেয়ে? বিডি রায়হান হলে ছেলে হওয়ারই কথা। তাহলে বলবো, কয়েকটা লাইক আর কমেন্টের জন্য ভালোই তুলনা দেখাইছেন।

:-B জমছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.