নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিডি রায়হান

বিডি রায়হান › বিস্তারিত পোস্টঃ

লোকে কি ভাববে?

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫

তুমি মেয়ে মানুষ সাইকেল চালাবে।
লোকে কি ভাববে?

এত্তগুলা মেয়ে ফ্রেন্ড আল্লাহ গো।
লোকে কি ভাববে?

ছেলেদের সাথে সেলফি তুলবে।
লোকে কি ভাববে?

ভাল রেজাল্ট করতে পারো নাই।
লোকে কি ভাববে?

পাব্লিক ভার্সিটিতে চান্স পাও নাই।
লোকে কি ভাববে?

১৬ বছর বয়সেই বিয়ে হয়ে যাবে।
লোকে কি ভাববে?

২৬ বছর বয়স হয়েছে বিয়ে করো নাই।
লোকে কি ভাববে?

প্রকাশ্যে স্যানিটারি ন্যাপকিন কিনবা।
লোকে কি ভাববে?

সরকারী চাকরী হয় নাই, বেকার।
লোকে কি ভাববে?

থ্রি পিস, শাড়ি, টি শার্ট পরিধান করবা।
লোকে কি ভাববে?

দেখতে কুৎসিত, মোটা, কালো।
লোকে কি ভাববে?

কম্বাইন্ড কলেজে পড়ালেখা করবা
লোকে কি ভাববে?

চুল কাইটা ফেলছো, কালার করছো।
লোকে কি ভাববে?

মডেল হইবা, মিডিয়ায় কাজ করবা।
লোকে কি ভাববে?

এইডস, পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা করবা।
লোকে কি ভাববে?

মেয়ে মানুষ আবার ক্ষেতে, দোকানে, বাইরে কাজ করবা।
লোকে কি ভাববে?

অসাম্প্রদায়িক চিন্তাচেতনায় আবদ্ধ।
লোকে কি ভাববে?

সন্ধ্যার পর বাইরে কাজে থাকবা।
লোকে কি ভাববে?

এই যে ব্লগে লিখলাম।
লোকে কি ভাববে?

এবং সব স্বাভাবিক জিনিষ বাংলাদেশে অস্বাভাবিক ভাবে দেখা হয়।
দেশ আগাবে কি কচু দিয়ে?

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

মাকছুদুর রহমান বলেছেন: আমার নিষ্ফল মন্তব্য দেখে আপনি কি ভাববেন? :-/

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪

বিডি রায়হান বলেছেন: আমার নিজেরেই নিয়েই তো ভাবার সময় পাই না ভাই :p

২| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কানিজ রিনা বলেছেন: হা হা হা আপনার লেখা পড়ে মন্তব্য় করলাম লোকে কি ভাববে। দারুন হয়েছে ধন্য়বাদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

অরুনি মায়া অনু বলেছেন: পাছে লোকে কিছু বলে এই ভয়েই আমরা পিছিয়ে রইলাম। সত্য বলেছেন।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সাদাত তানজির বলেছেন: এত ভালো লিখছেন?
লোকে কি ভাববে?

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কচু কিন্তু বালা জিনিস, রক্ত পরিস্কার করে :-B

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

রুরু বলেছেন: আপনি ব্লগ লিখেন? জানলে লোকে কি ভাববে?!!!

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

রুরু বলেছেন: আপনি ব্লগ লিখেন? জানলে লোকে কি ভাববে?!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.