![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট পদ্য- নষ্ট ভালোবাসা
=================
এখন মধ্যরাত, দুচোখে ঘুম নেই
তাই লিখতে বসা । এই সময় আমার সাথে শুধু
জেগে আছে অতি নিরব রাত আর আমার অশান্ত মন
হঠাৎ-ই মনে প্রশ্ন জাগে
সত্যি কি! ভালোবাসা এত মধুর হয় ?
সব ভালোবাসা এক নয়, ভালোবাসারও রকমফের আছে।
কারও কারও কাছে এটা স্রেফ আকাশ।
কারও কারও কাছে শুধু নষ্ট ভালোবাসার আর নষ্ট প্রেমের কথা।
ভালোবাসার রকমফের যে আছে সেটা অস্বীকার করবো না ।
এখানে বলা হয়েছে শুধু নষ্ট ভালোবাসার আর নষ্ট প্রেমের কথা।
যদি বলি প্রেম ভালোবাসা তো স্বর্গীয়,
তা নষ্ট হবে কেনো
যারা তাকে বলে 'নষ্ট' তাদেরকে জিজ্ঞেস কর।ভালবাসা কি নষ্টও হয় ?যারা ভালোবাসা নষ্ট করে- তারা তো ভালোই বাসে না।
তাহলে ভালোবাসা নষ্ট হবে কেমন করে?
ভালোবাসে কিনা জানি না
তবে যারা ভালোবাসাকে নষ্ট বলে।
তাদের বিরুদ্ধে ঘোষিলাম আজ দুর্জয় অভিযান।
তাহাদের ধ্বংসই আমার ভালোবাসা।
আমার কাছে মনে হয় একেকটি কাব্য একেকটি পৃথিবী
এমনি করে অগণিত পৃথিবী আমি দেখেছি।অবিরাম চলছে আমার পথচলা শ্রদ্ধার ডালি নিয়ে সবার দ্বারে দ্বারে কেউ যদি ফিরিয়ে দেয় দুঃখ নেই তাতে নিশ্চয়ই কাব্যের জয় হবে সুন্দর হৃদয়ে।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা ।
শুভেচ্ছা
১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১১
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৯
সরদার হারুন বলেছেন: প্রবাসে থাকলে মনটা একটু আশবরী রাগে গান গাবেই । সে জন্য
মনে কষ্ট পাবেন না।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৩
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লিখেছেন ।
১৬ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১০
MOHAMMAD RASEL AHAMED বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তবে যারা ভালোবাসাকে নষ্ট বলে।
তাদের বিরুদ্ধে ঘোষিলাম আজ দুর্জয় অভিযান।
তাহাদের ধ্বংসই আমার ভালোবাসা।
অভিযান চালিয়ে যান !
কবিতায় ভালোলাগা । ++