![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বস্তা পচা সব হিন্দি অশ্লিল মুভি আর সিরিয়াল বর্জন করা উচিত।
মোহাম্মাদ রাসেল আহমেদ
আপনারা কি জানেন ভারতে সবচেয়ে বেশি অজাচার হয়। এই কিছু দিন আগে শুনলাম ভারতে ১৬ বছর বয়সী এক মেয়েকে তার পিতা জোর পূর্বক পতিতাবৃত্তিতে নামিয়েছে এবং নিজেও ধর্ষণ করেছে । তিন মাসে ১৬ বছরের এই নাবালিকাকে ১০০ এর ও বেশি বার ধর্ষণ করা হয়েছিল যার মধ্যে মেয়েটির বাবাও ছিল।
আর একটি ঘটনা বলি, সেই একই ঘটনা এই বার তো পিতা আর ভাই মিলে তার নিজের মেয়ে/বোন কে ৫ মাসের গর্ভবতী করে ফেলেছে।
এগুলো তাদের নিজেদের অপসংস্কৃতি ফল যেগুলো তারা ভোগ করছে।
এবার দেখি তাদের নোংরা সংস্কৃতি কিভাবে আমাদের প্রভাবিত করছে.....................
সাধারণত গ্রামে অশ্লিল হিন্দি মুভি গুলু বেশি জনপ্রিয়। হিন্দি মুভিতে যে অশ্লিল ও নোংরা দেহ প্রদর্শন হয় তা গ্রামের অশিক্ষিত তরুণদের মাঝে বেশ প্রভাব ফেলে। তারা বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রেই এই অবাস্তব মুভি গুলু মিলিয়ে ফেলে। যার ফল হয় ভয়াবহ। হিন্দি মুভিতে অশ্লিল দেহ প্রদর্শন এর ফলে তাদের মন বিগরে যায়। ফলে তারা দিকবিদিক চিন্তা না করে নানা অসামাজিক কাজে লিপ্ত হয়।
প্রতিদিন পত্রপত্রিকাতে যারা চোখ রাখেন তারা জানেন যে ধর্ষণ কি হারে বাংলাদেশে বেরে চলেছে।
অনেক ক্ষেত্রে এই ধর্ষণ এর ঘটনাগুলু এত নির্মম হয় যে তা দেখে বিস্মিত হতে হয়।
এগুলু সবই হিন্দি সিরিয়াল আর বস্তা পচা অশ্লিল মুভিরই ফল।
যদি হিন্দি সিরিয়াল আর অশ্লিল মুভি বন্ধ না হয় তাহলে বাচ্ছা ছেলে মেয়েরা শিখবে প্রেম ভালবাসা,শিখবে পরকীয়া.
তাই বস্তা পচা সব হিন্দি অশ্লিল মুভি আর সিরিয়াল আগে বর্জন করা উচিত।
মোহাম্মাদ রাসেল আহমেদ
প্রবাসী লেখক, ফ্রান্স
২| ৩০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: একমত ভ্রাতা ।
ভালো থাকবেন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৬
তিথীডোর বলেছেন: I agree with you 100%!
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯
ফেরদাউস আল আমিন বলেছেন: সরকারকে বলা হোক, দেখা যাক সন্মানিত সরকার কি করেন!!