নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MOHAMMAD RASEL AHAMED

MOHAMMAD RASEL AHAMED › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৩১

এটা আফ্রিকার কোন দেশের চিত্র না।
এটা পৃথিবীর এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মানুষ ৭৫০০০ টাকা দিয়ে কনসার্ট দেখে, যে দেশের মানুষ গিনেস বুকে নিজের নাম উঠানোর জন্য ৯০ কোটি টাকা খরচ করে।
এটা এমন এক দেশের চিত্র যে দেশের মানুষ ৩০০ টাকা দিয়ে সিনেমা দেখে কিন্তু ভিক্ষুককে ২ টাকা দিতে গড়িমসি করে।
এটা এমন এক দেশের চিত্র যে দেশের তরুণরা ১০০০ টাকা খরচ করে গার্লফ্রেন্ডের সাথে চাইনিজ খাই,
এটা এমন এক ধনি দেশের চিত্র যে দেশের মন্ত্রীর কাছে ৪ হাজার কোটি টাকা কিছুই না।
কোথায় হারাল মনুষ্যত্ববোধ ? কোথায় গেল মানবতা ?
যাদের চেতনায় ধরে তারা দূরে থাকুন।।
গঠনমূলক কমেন্ট আশা করছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখা পড়ে অবাক হইনি মোটেও। আর বিস্মিত না হওয়াটাও বোধ করি একটা বিস্ময়কর ব্যাপার। শুধু হুমায়ূন আজাদের একটা কবিতার লাইন মনে পড়ে গেল। "জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে"। স্যার বোধকরি ব্যাপারগুলো আরো আগে থেকেই অনুধাবন করতে পেরেছিলেন।

সত্য কথা হলো, বিগত কয়েক দশকে বিশ্বব্যাপাী মানুষের মানবিক আর নৈতিক মূল্যবোধের চরম অধঃপতন হয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে সেটা সম্ভবত খুব বেশী প্রযোজ্য। লিখার জন্য ধন্যবাদ।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯

রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া এটার নাম বাংলাদেশ । :)

ডিজিটাল বিদ্যুত বিপর্যয় দেখে কি মন মিটে নাই ;)

আম্রিকাও পোদ্দারী করে ডলার দিয়ে সারা বিশ্বে কিন্তু তাদের দেশের যা ছিড়ি!

ইউরোপের সোনালী হাতছানি নিয়ে বাংলাদেশীরা সে মহাদেশে পাড়ি জমায় কিন্তু এটা কি জানে যে ইউরোপের গরীব দেশের মানুষেরা কই পাড়ি জমায় !

বর্ডার তুলে সমতা সৃষ্টি করল না বিপর্যয় বুঝতে পারি না ।
বাকরুদ্ধ হয়ে যাই ।

সাহেব সব দেশেই সমস্যা । আমার বেতন বাড়ে নাই কিন্তু খরচ বেড়ে গেছে !

বাংলাদেশে ম্যাসিভ করাপশন আর বিদেশে ন্যারো করাপশন , এই যা ! :(

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মনুষ্যত্ববোধ ও মানবতা চেতনা ব্যাবসা করতে গিয়ে হারিয়ে গেছে !!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.