![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ইচ্ছে করে,
নীল আকাশের নীল সীমানা পাড়ি দিয়ে মহাশূন্যে বিচরণ করতে।
একা থাকতে ভালো লাগা একটি রোগের নাম। মানুষ অবশ্য একা থাকতে চাওয়া মানুষদের প্রচন্ড অসামাজিক কিংবা অতিরিক্ত অহমিকা সম্পন্ন মানুষ ভাবে। ভাবাটাই স্বাভাবিক, প্রকান্ড দেয়াল তাদের চারিদিকে। সেই দেয়াল টপকে কারো ভেতরের মানুষ দেখার দায় পড়েনি।
আনন্দ ভালোবাসা দু:খ এড়িয়ে যাবার আশ্চর্য স্বভাব থাকে একা থাকা মানুষদের। প্রচন্ড যত্ন কিংবা ভালোবাসা উপেক্ষা করা। উৎসব কিংবা শোক, সবই এক মনে হয়। চুপচাপ বসে থাকা এক জায়গায়, এই তো ভালো লাগা।
কাছে আসতে চাওয়া মানুষজনকে দূরে ঠেলে দেয়া। মাথার উপর ছায়া হতে চাওয়া মানুষদের চরম অবহেলা করা। পরিণতি অবশ্য একই থাকে। দিনশেষে একাই থাকা।
©somewhere in net ltd.