নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের প্রাপ্তি গুলো প্রত্যাশার চেয়ে বেশী হোক

আমি সাব্বির

দেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা শেষ করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠদান করছি। চেষ্টা করছি আরো জানতে............।

আমি সাব্বির › বিস্তারিত পোস্টঃ

অবশেষে কিনে ফেললাম সিম্ফোনী ৬৯কিউ

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:২৪

অনেক দিন খোজা খুজি করেছি। ডিসপ্লে মিললে প্রসেসর মিলে না, প্রসেরসর ঠিক করলে দামে কুলায় না ইত্যাদি নানাবিধ সমস্যা। এর পর আমার সাধ্যর মাঝে অন্য ব্রান্ড দেখলাম। কিন্তু কনফিগারেশন মিলে না।

তারপর টানা তিনদিন মার্কেট ঘোরা ও বিস্তর গবেষণার পর কিনে ফেললাম সিম্ফোনী ৬৯কিউ ।
এর কনফিগারেশন
Operating System: Android 4.4.2 Kitkat
4" IPS WVGA Display
WVGA(480*800)
Camera:5 MP + 0.3 MP
1.3 GHz Quad Core
পছন্দ করার একটাই কারন,, প্রসেসর। আসলেই প্রচুর প্রেশার দিলেও সেট ঠিকাছে। ভাল কাজ করে ।
জিপিএসটা অসাধারন। এ্যাপস গুলো খুবই ফাস্ট কাজ করে।
তাই আমি খুব খুশি।

তবে যদি কারো বাজেট একটু বেশী থাকে তাহলে আমি বলবো এইচ১০০ টা কিনতে । আমার স্বপ্নের সেট।

যাই হোক বাসায় এনে, সেটের সাথে রাউটার কিনলাম। রাউটার কনফিগার করলাম ব্রডব্রান্ডের সাথে। এখন পুরাই পাংখা আমি..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

তবে এ্যান্ডয়েডের কমন প্রবলেম আমিও এভয়েড করতে পারিনাই্ X((X((X((X((X((X((X(( চার্জ একদিনের বেশী থাকতেই চায় না।

তবুও সিম্ফোনী ৬৯কিউ কে লাভ করি।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ব্যাটারি কতো!!

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১:৪৪

আমি সাব্বির বলেছেন: ১৬০০ এমপিআর

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৪

তন্ময় দেবনাথ 007 বলেছেন: ভাই নেট ইউস করলে সেটের পেছন সাইড গরম হয়ে যায় কি ????

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩১

আমি সাব্বির বলেছেন: না ভাই, যতই নেট চালাই সেট পুরাই ঠিকােছ

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
র‌্যাম কত?

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৪

মিজভী বাপ্পা বলেছেন: কোয়াড কোরের সাথে ৫১২ এমবি রেম যদিও বেমানান। তবুও ঠেকার কাজ চলে আর কি। তবে অন্যান্য সব দিক মোটামুটি ঠিক আছে। মানে রেম ও ব্যাটারী টা বাদে আর কি। এখন ভালো ভাবেই চললেই হল। শুভকামনা রইল আপনার সেটের জন্য।

আমি আবার আলুরটন এইচ থ্রী ইউজার :)

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২

আমি সাব্বির বলেছেন: ওরেেেেেেেেেে, ওইটাও খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.